X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা মতিনের জামিন শুনানি ২৬ অক্টোবর

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৭, ১৯:০৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৯:০৭

বগুড়ার আলোচিত ছাত্রী ‘ধর্ষক’ তুফান সরকারের ভাই বহিষ্কৃত শহর যুবলীগের যুগ্ম সম্পাদক আবদুল মতিন সরকার একটি হত্যা মামলায় জামিন আবেদন করেছে। রবিবার ধার্য তারিখে আদালতে জামিন প্রার্থনা করে সে। প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হক আগামী ২৬ অক্টোবর এ ব্যাপারে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

বহিষ্কৃত যুবলীগ নেতা মতিন আদালত সূত্র জানায়, রবিবার (১৫ অক্টোবর) ধার্য তারিখে মতিন সরকারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু জামিন আবেদন করেন। আদালত আগামী ২৬ অক্টোবর এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেছেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

আদালতের এপিপি রেজাউল হক জানান, গত ২০০১ সালের ২৮ অক্টোবর বিকালে শহরের চকসূত্রাপুর এলাকায় আবু নাসের উজ্জ্বল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তার বাবা আবদুস সালাম সদর থানায় আবদুল মতিনসহ তিন জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় (নং-৩০২/০৯) তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন।

তিনি আরও জানান, এ মামলায় মতিন জামিন নিয়ে বহুদিন আদালতে হাজিরা দেননি। প্রকাশ্যে চলাফেরা করলেও তিনি (মতিন) আদালত এবং পুলিশের খাতায় পলাতক ছিলেন। গত ৫ বছর ধরে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ছিল। দীর্ঘ ৯ বছর পর গত ২৭ সেপ্টেম্বর দুপুরে প্রথম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক যুবলীগের বহিষ্কৃত নেতা আবদুল মতিন সরকার ও তার ভাই ‘ধর্ষক’ তুফান সরকারের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা