X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব মানুষের ঢল

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
১৬ অক্টোবর ২০১৭, ১৮:৫৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৯:২৪

ঠাকুরগাঁওয়ের শুক নদীর তীরে বুড়ির বাঁধ এলাকায় মাছ ধরার উৎসব শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ের শুক নদীর তীরে বুড়ির বাঁধ এলাকায় মাছ ধরার ধুম পড়েছে। খেওয়া জাল, পলো আর মাছ রাখার পাত্র খলই নিয়ে ভোর থেকেই এই এলাকায় জড়ো হতে শুরু করেছেন হাজার হাজার মানুষ। বাঁধের গেট খুলে দেওয়ার পরই মাছ ধরতে নেমে যান আশপাশের কয়েক গ্রামের শত শত বাসিন্দা। আর বাঁধে দাঁড়িয়ে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন বন্ধু-বান্ধব ও স্বজনরা। আজ সোমবার (১৬ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া মাছ ধরার এই উৎসব চলবে আরও কয়েকদিন।
সোমবার সকালে বুড়ির বাঁধ এলাকায় গিয়ে দেখা গেল, সারাদিন ধরে মাছ ধরার জন্য আশপাশের কয়েক গ্রামের মানুষ যেন ভেঙে পড়েছে নদীর তীরে। কেবল পুরুষরাই নয়, নারী-শিশু, বৃদ্ধ-বৃদ্ধারাও নেমে পড়েছেন মাছ ধরতে। কারও হাতে খেওয়া জাল, কারও হাতে লাফি জাল, কারও হাতে পলো। অনেকেই কোনও সরঞ্জাম ছাড়া খালি হাতেই নেমে পড়েছেন মাছ ধরতে। সব মিলিয়ে উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে শুক নদীর তীরে।
এই উৎসবে আবার কেবল মাছ ধরতেই সবাই ব্যস্ত নেই, কেউ কেউ ব্যস্ত হয়েছেন অন্য কাজেও। বাঁধের বিভিন্ন জায়গায় বসেছে খাবারের হোটেল, ফলের দোকান, খেলনা ও প্রসাধনীর দোকান। বাইরে থেকে আসা মানুষের মোটরসাইকেল ও সাইকেল রাখার জন্য তৈরি হয়েছে অস্থায়ী গ্যারেজও।
স্থানীয়রা বলছেন, ১৯৮২ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষি জমির সেচ সুবিধার জন্য সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের সীমানায় শুক নদীতে বুড়ির বাঁধ নামের একটি জলকপাট নির্মাণ করা হয়। জলকপাটে আটকে থাকা পানিতে প্রতিবছর মৎস্য অধিদফতর বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়ে। এ পোনাগুলো যেন কেউ ধরতে না পারে, তা দেখভাল করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ। পরে শীতের শুরুতে এখানকার মাছ ধরার জন্য জলকপাট উন্মুক্ত করে দেওয়া হয়। এভাবেই ওই সময় থেকে প্রতিবছর এলাকাবাসী পালন করে আসছে মাছ ধরার উৎসব।
মাছ ধরার উৎসবে যোগ দিয়েছেন আশপাশের কয়েক গ্রামের মানুষ মাছ ধরতে আসা জেলেরা বাংলা ট্রিবিউনকে বলেন, জলকপাট আগামী কয়েকদিন খোলা থাকবে। মাছ ধরাও চলবে এই কয়েকদিন। তবে প্রথম দিনেই মাছ ধরার জন্য মানুষের ভিড় সবচেয়ে বেশি হয়।
আকচা গ্রাম থেকে মাছ ধরতে আসা আব্দুল কাদের বলেন, ‘আমাদের গ্রামে এ দিনটিতে মেয়েরা বাপের বাড়িতে নাইওর আসে। আর মাছ ধরার পর চলে খাওয়ার উৎসব।’
স্থানীয় মাছ ব্যবসায়ীরাও বছরের এই সময়টির জন্য উন্মুখ হয়ে থাকেন। মাছ কিনতে শুরুর দিন সকাল থেকেই ভিড় করেছেন তারাও। অনেকেই স্থানীয়দের কাছ থেকে মাছ কিনে বাঁধেই বিক্রি করছেন, কেউ কেউ মাছ নিয়ে পাঠিয়ে দিচ্ছেন শহরের বাজারে।
মাছ কিনতে আসা পাইকারী ব্যবসায়ী পরিমল রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোর থেকে মাছ কিনতে শুরু করেছি। এ পর্যন্ত (সকাল ১১টা) ৩০ হাজার টাকার মাছ কিনতে পেরেছি। ওইসব মাছ বাজারে পাঠিয়ে দিয়েছি। আশা করছি, ভালো লাভ হবে এবার।’
সদর উপজেলার চেয়ারম্যান তৈমুর রহমান বলেন, ‘এ জায়গাটি আমার গ্রামের অনেক কাছাকাছি। এরকম মাছ ধরা উৎসব নিয়ে আমাদের অনেক স্মৃতি। প্রতিবছর এখানে মাছ ধরাকে কেন্দ্র করে মেলা বসে। শুধু গ্রাম নয়, শহরের মানুষও এখানে মাছ ধরার জন্য ভিড় করেন।’
আরও পড়ুন-
টিফিনের সময় পেট ভইরা কলের পানি খাই

কালীগঞ্জে চুরি-ডাকাতি প্রতিরোধে জঙ্গল পরিষ্কার করলেন ইউএনও

 

আমন ক্ষেতে পাতা মোড়ানো পোকার আক্রমণ, ফসলহানির শঙ্কায় চাষিরা

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট