X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাদকের মামলায় চট্টগ্রামে দুই জনের দণ্ড

চট্টগ্রাম ব্যুরো
১৬ অক্টোবর ২০১৭, ২২:১৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২২:২১

চট্টগ্রাম মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় দুই আসামিকে সাজা দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডিতরা হলেন আব্দুস শুক্কুর (৪৪) ও নাহার বেগম (২৮)। তারা দু’জনেই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আসামিদের মধ্যে শুক্কুরকে আট বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং নাহারকে সাত বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আসামিদের মধ্যে আব্দুস শুক্কুর কারাগারে রয়েছেন। অপর আসামি নাহার বর্তমানে পলাতক রয়েছেন।’

আদালত সূত্র জানায়, গত বছরের ২৩ জুলাই কর্ণফুলী নদীর বিমানবন্দর সড়কের ১৫ নম্বর জেটি এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে ২২ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করে। ওই দিন তল্লাশির সময় পুলিশ শুক্কুরের কোমরে টেপ দিয়ে বাঁধা অবস্থায় ১৪ হাজার ২০০ পিস ইয়াবা পায়। অন্যদিকে নাহার বেগমের ব্যাগে ৮ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কোতোয়ালী সার্কেলের পরিদর্শক মো. ইব্রাহিম খান থানায় মামলা দায়ের করেন। গত বছরের ৩০ আগস্ট ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। চলতি বছরের ১১ জানুয়ারি আদালত এই মামলায় অভিযোগ গঠন করে। ছয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন