X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যার ঘটনায় আরও দু'জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
১৭ অক্টোবর ২০১৭, ২৩:২৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২৩:২৮

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস (ফাইল ছবি)

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যার ঘটনায় বাবু (২০) ও খায়ের (২১) নামে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে নগরীর লালখান বাজারের বাঘঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমিন।

এই নিয়ে সুদীপ্ত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। এর আগে ১৩ অক্টোবর রাতে নগরীর বড়পুল এলাকার একটি বাস কাউন্টার থেকে মোক্তার হোসেন নামে অন্য একজনকে গ্রেফতার করা হয়।

রহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিসিটিভি ফুটেজে বাবু ও খায়েরকে দেখা গেছে। তারা দু’জনই সুদীপ্ত হত্যায় সরাসরি অংশ নিয়েছেন বলে আমাদের কাছে তথ্য ছিল। তাদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দু'জনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, ওই দিন সুদীপ্তকে খুন করতে যাওয়া টিমের সঙ্গে তারা দক্ষিণ নালাপাড়ায় গিয়েছে।’

৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে সুদীপ্ত বিশ্বাসকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু’র অনুসারী হিসেবে পরিচিত সুদীপ্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি করতেন। সিটি কলেজ কেন্দ্রীক ছাত্রলীগের মধ্যকার বিভেদ নিয়ে সুদীপ্তকে হত্যা করা হয় বলে ওই সময় জানায় পুলিশ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!