X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘ব্লু হোয়েল’ গেমকে হারানোর দাবি কিশোরের, পুলিশ বলছে মাদকাসক্ত

মাদারীপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৭, ২৩:৪৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২৩:৫৬





হাতে মাছের চিত্র মাদারীপুরের রাজৈরে নিজের হাতে মাছের চিত্র এঁকে ‘ব্লু হোয়েল’ গেম খেলে ‘ব্লু হোয়েল’কে হারিয়ে দেওয়ার দাবি করেছে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র। তবে পুলিশ বলছে ছেলেটি মাদকাসক্ত।

সোমবার (১৬ অক্টোবর) রাতে খবর পেয়ে রাজৈর থানা পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। সে পুলিশকে জানায় এলাকার এক ব্যক্তি তাকে সিগারেটের মধ্যে গাঁজা ভরে খাইয়েছে। তবে সে ‘ব্লু হোয়েল’ গেমের সপ্তম ধাপে গিয়ে নির্দেশনা অনুযায়ী হাতে মাছের ছবি এঁকেছে।
ওই কিশোরের ভাষায়, ‘‘ ‘ব্লু হোয়েল’ গেম আমাকে হারাতে পারে নাই, আমিই ‘ব্লু হোয়েল’ গেমকে হারিয়ে দিয়েছি!’’
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শারীরিকভাবে ছেলেটি অসুস্থ নয়। প্রাথমিকভাবে ছেলেটিকে নেশাগ্রস্ত মনে হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) রাতে তার সঙ্গে কথা বলে মনে হয়েছে, সে ঘোরের মধ্যে আছে। ছেলেটি গাঁজা খায় বলে জানিয়েছে।’
ওসি জিয়াউল মোর্শেদ আরও বলেন, ‘যেহেতু ছেলেটি আত্মহত্যার চেষ্টা বা অন্য কোনও অপরাধের সঙ্গে জড়িত হয়নি। তাই তাকে আমরা আইনের আওতায় আনতে পারিনি। ছেলেটি বাবা-মায়ের জিম্মাতেই রয়েছে। তবে মোবাইল ও নেশা এই দুই বিষয়েই অভিভাবকের সচেতন থাকা উচিত।’
ওই স্কুলছাত্র কুঠিবাড়ি গ্রামের মালো পরিবারের ছেলে। সে রাজৈর গোপালগঞ্জ কেজেএস উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
ওই ছাত্রের মা-বাবা জানান, বেশ কিছু দিন ধরে তার ছেলের আচরণে পরিবর্তন দেখতে পান। এরপর হাতে মাছের ছবি আঁকা দেখে তাদের সন্দেহ হলে বিষয়টি জানতে পারেন। এরপর তাকে টেকেরহাট বন্দরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয়রা জানান, সোমবার (১৬ অক্টোবর) রাতে তাকে ভর্তি করানো হয়।
এলাকাবাসীর দাবি, ছেলেটি হিরোইজম দেখাতে বা প্রচার পেতে এই ধরনের কর্মকাণ্ড করেছে। চাকু বা সুঁই দিয়ে হালকা দাগ দিয়ে তার হাতে ছোট পুঁটি মাছ বা তেলাপিয়া মাছের মত ছোট আকৃতির একটি চিত্র এঁকেছে।
ওই স্কুলছাত্র পুলিশ ও সাংবাদিকদের কাছে দাবি করেছে মোবাইলের মাধ্যমে সে ‘ব্লু হোয়েল’ গেমের লিংকে ঢুকে গেমটি খেলেছে। সপ্তম রাউন্ডে গিয়ে তার হাতে তিমি মাছের ছবি আঁকতে বললে সে ছবিও এঁকেছে। এরপরের রাউন্ডে কি আছে সে জানতে চাইলে তাকে জানানো হয়, হাতে একশ’ সুঁই ফুটিয়ে ছবি তুলে পাঠাতে হবে। তখন সে মোবাইল ফোনটি ভেঙে ফেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা