X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লালন ধর্ম-বর্ণের সর্বোচ্চ আসনে উঠে মানবতার কথা বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ০৮:৫৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ০৯:০৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘লালন বর্তমানে পৃথিবীতে একটা গবেষণার অংশ হয়ে গেছে। তিনি ধর্ম, বর্ণের সর্বোচ্চ আসনে উঠে মানবতার কথা বলেছেন। সেই মানবতার মতোই আমরা বর্তমানে রোহিঙ্গা সমস্যা সমাধান করছি।’

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৭তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ার আখড়াবাড়িতে দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় যোগ দেওয়ার আগে মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘সন্ত্রাসীদের ব্যাপারে আমাদের নীতি হলো জিরো টলারেন্স। কোনও সন্ত্রাসীকে এলাকায় থাকতে দেবো না। কোনও বিচ্ছিন্নতাবাদী সুবিধা করতে পারবে না। মিয়ানমারে অবস্থানরত সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদের নিয়ে আমাদের কোনও মাথা ব্যাথা নেই। আমরা চাই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হোক।’

মিয়ানমার সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার যাওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ হলেও সফরের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি এখনও। মিয়ানমার সরকারের পক্ষ থেকে কনফারমেশন লেটার এখনও আসেনি। আজ-কালের মধ্যেই হয়তো পেয়ে যাবো। আমি অবশ্যই মিয়ানমার সরকারকে অনুরোধ করবো তারা যেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়।’

লালন উৎসবে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হানের সভাপতিত্বে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ, কুষ্টিয়া-১  (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লালন গবেষক ড. আবুল আহসান চৌধুরী। আলোচনা সভা শেষে লালনের গানে মুখরিত হয়ে ওঠে লালন মঞ্চ।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর মরমী সাধক লালন ফকিরের ১২৭তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ার লালন আখড়াবাড়িতে তিনদিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু হয়। এ উৎসবকে ঘিরে দেশ-বিদেশ থেকে দলে দলে মানুষ ছুটে আসেন লালনের আখড়ায়।
আরও পড়ুন:

যেভাবে বন্ধ করা হচ্ছে ব্লু হোয়েল গেমের লিংক

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’