X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ: রাঙামাটিতে চ্যাম্পিয়ন পাকুজ্জ্যাছড়ি ও সাপমারা প্রাথমিক বিদ্যালয়

রাঙামাটি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ১০:৩৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১২:০০

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ: রাঙামাটিতে চ্যাম্পিয়ন পাকুজ্জ্যাছড়ি ও সাপমারা প্রাথমিক বিদ্যালয় রাঙামাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে কাউখালী সাপমারা প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা ফজিলাতুনন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে পাকুজ্জ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার বিকালে রাঙামাটি চিংহ্লামং মারি স্টেডিয়ামে এ খেলা দুটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, খেলায় বালক গ্রুপে কাউখালী সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দক্ষিণ কুতুবছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা গ্রুপে বাঘাইছড়ি পাকুজ্জ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে রাঙামাটি সদরে কাটাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মানজারুল মান্নান টুর্নামেন্টের সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ: রাঙামাটিতে চ্যাম্পিয়ন পাকুজ্জ্যাছড়ি ও সাপমারা প্রাথমিক বিদ্যালয় এ সময় মো. মানজারুল মান্নান জানান, দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রচলন হওয়ায় দেশে ক্ষুদে ফুটবলার সৃষ্টির সুযোগ হয়েছে। এর মাধ্যমে ক্ষুদে ফুটবলারদের প্রতিভা বিকশিত হবে। তাদের সঠিকভাবে পরিচর্যা করা হলে আগামীতে দেশের ফুটবল অঙ্গনে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।

এ সময় তিনি পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ করে দিতে শিক্ষক অভিভাবকদেরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রওশন আলী, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, এডিপিও মফিজুল আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে রাঙামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়ামে এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে জেলার ১০টি উপজেলার ২০টি প্রাথমিক স্কুলের বালক ও বালিকা দল অংশগ্রহণ করে।

আরও পড়ুন:

বিপন্ন মিয়ানমারের সাংবাদিকতা: সরকারের রোহিঙ্গা নীতি না মানলেই লাঞ্ছনা-হত্যার হুমকি

বিএনপির খুশিতে ভাটা পড়বে অচিরেই: ওবায়দুল কাদের

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি