X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নারী শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার অবদান অগ্রগণ্য: এমপি নাবিল

যশোর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ১৩:২৩আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৩:২৩

যশোর উপশহর মহিলা ডিগ্রি কলেজে অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করছেন এমপি কাজী নাবিল আহমেদ যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারাদেশে উন্নয়নের অংশ হিসেবে যশোর সদরেও ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ  যশোর উপশহর মহিলা ডিগ্রি কলেজে চারতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হলো। বর্তমান সরকার নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিরামহীন কাজ করছে। বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অগ্রগণ্য।’

বুধবার (১৮ অক্টোবর) সকালে যশোর উপশহর মহিলা ডিগ্রি কলেজের নতুন চারতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঐকান্তিক প্রচেষ্টায় খুব অল্প সময়ে যশোরসহ বিভিন্ন এলাকায় অ্যাকাডেমিক ভবনগুলো নির্মাণ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন এমপি নাবিল।

কলেজ কর্তৃপক্ষ জানান, যশোর সদরের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প্রচেষ্টায় ২০১৫ সালে নভেম্বরে প্রায় ১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনের কাজ শুরু হয়। এরপর ২০১৬ সালের জুলাই মাসে আরও ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ভবনের তৃতীয় ও চতুর্থ তলার কাজ শুরু হয়।

৩৮শ’ স্কয়ার ফিট আয়তনের এই ভবনে ক্লাসরুম ছাড়াও রয়েছে একটি কম্পিউটার ল্যাব, একটি হল রুম, একটি কনফারেন্স রুম এবং একটি ক্যান্টিন।

যশোর উপশহর মহিলা ডিগ্রি কলেজের নতুন অ্যাকাডেমিক ভবন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন জানান, কলেজে ইন্টারমিডিয়েট ছাড়াও ১০টি বিষয়ে অনার্স বিভাগ রয়েছে। এছাড়া কারিগরি শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি ও স্নাতক শ্রেণির শিক্ষার্থীও রয়েছেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় আগে মেয়েদের ক্লাসের জন্যে অপেক্ষা করতে হতো। এখন আর সেই সমস্যা নেই।’

অ্যাকাডেমিক ভবন উদ্বোধনের সময় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর হারুনুর রশিদ, উপাধ্যক্ষ ড.শাহানাজ পারভীন, জেলা আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদ কচি, সুখেন মজুমদার, সদর আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, মঈনুদ্দিন মিঠু, স্বেচ্ছাসেবক লীগ নেতা লুৎফুল কবীর বিজু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল খান, যুবলীগ সদর উপজেলার আহ্বায়ক অশোক বোস, শহর যুবলীগ নেতা মেহবুব রহমান ম্যানসেলসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, এমপি কাজী নাবিল আহমেদ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি।
আরও পড়ুন:

‘আ.লীগ দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…