X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উপজেলা চেয়ারম্যানের

দিনাজপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ১৬:৩০আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৬:৩০

সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম (ছবি: দিনাজপুর প্রতিনিধি) দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল তার নিজ এলাকায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যাপক অনিয়ম-দুর্নীতি, টিআর/কাবিখায় লুটপাট এবং নিয়োগ বাণিজ্য করছেন বলে অভিযোগ করেছেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আমিনুল ইসলাম। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান। তবে উত্থাপন করা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম অভিযোগ করেন, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল জামায়াত-শিবির ও বিএনপির লোকজনকে খুশি করার জন্য তাদের চাকরি দিচ্ছেন এবং দলীয় লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

আমিনুল ইসলাম বলেন, ‘বর্তমানে বীরগঞ্জ ও কাহারোলে আওয়ামী লীগের লোকজন নিজ দলে থেকেও বিরোধী দলে পরিণত হয়েছে। তার (এমপি মনোরঞ্জন শীল) সময়ে এই এলাকায় কোনও মুক্তিযোদ্ধার সন্তান চাকরি পায়নি। সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বিগত স্থানীয় সরকার নির্বাচনের সময়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের হারিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের জিতিয়ে দেওয়ার প্রক্রিয়া চালিয়েছেন।’ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে বীরগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানরা যে অনাস্থা প্রস্তাব করেছে তা বিধিমালায় নেই। এ ব্যাপারে দলীয় লোকজনকে সঙ্গে নিয়ে আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেকের মধ্যে আমিও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তাই জামায়াত-শিবির ও বিএনপি তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের সুযোগ নিচ্ছে। বিগত দিনে জামায়াত-শিবির ও বিএনপির তাণ্ডব যারা প্রশ্রয় দিয়েছে এবং বর্তমানে তাদের যারা লালন-পালন করে যাচ্ছে তাদের দাঁতভাঙ্গা জবাব দেবে  বীরগঞ্জের আওয়ামী লীগ।’

আমিনুল ইসলামের এসব অভিযোগের বিষয়ে মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বানোয়াট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এসব অভিযোগ করা হচ্ছে। যা করা হচ্ছে তা অরাজনৈতিক তৎপরতার অংশ। রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু যেটা করা হচ্ছে তা প্রতিযোগিতা নয়, প্রতিহিংসা।’

আরও পড়ুন-

বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন, এমপির বিরুদ্ধে আদালতে মামলা

বঙ্গবন্ধুর বদলে এমপির নামে কলেজ: আ.লীগের দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য



/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা