X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘রোহিঙ্গা সংকট নিরসনে আলোচনার পাশাপাশি মিয়ানমারের সঙ্গে ব্যবসাও চলবে’

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ১৮:৪৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৯:০১

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান (ফাইল ছবি)

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে শত শত আয়লান নিহত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘মিয়ানমার থেকে চাল কেনায় অনেকে বর্তমান সরকারের সমালোচনা করছেন। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন শুরুর অনেক আগেই চাল কেনার আলোচনা হয়। তাছাড়া রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার মধ্যে কোনও যৌক্তিকতা নেই। রোহিঙ্গা সংকট নিরসনে আলোচনার পাশাপাশি মিয়ানমারের সঙ্গে ব্যবসাও চলবে।’

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের হাজীপাড়ার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা রিপোর্টাস ইউনিটি’র সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময়ে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। এর মাঝেই রোহিঙ্গা সংকটের সমাধান রয়েছে।’ তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা শিশু-নারী-পুরুষ খুবই খারাপ সময় পার করছে। তবে আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।’

তিনি বলেন, ‘মিয়ানমারে সেনাবাহিনী ও নাগরিকদের মধ্যে একটি সমস্যা চলছে। একারণে মিয়ানমার সেনাবাহিনী ও মগরা রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছে। তবে বিশ্ব জনমত রোহিঙ্গাদের পক্ষে রয়েছে।’

মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা সুনামগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি জেলার উন্নয়নে মেডিক্যাল কলেজ হাসপাতাল, টেক্সটাইল ইউনিভারসিটি, সিলেট সুনামগঞ্জ সড়কের উন্নয়ন, হাওর এলাকায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, সুনামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে ডাক্তার ও নার্সের সংকট দূর করাসহ বেশ কিছু দাবি উত্থাপন করেন।

এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়