X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টেকনাফে উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে ৩১ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ০৩:১২আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ০৪:১৪

কক্সবাজার মাদকবিরোধী অভিযানের তল্লাশি চালাতে গিয়ে ৩১ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে মাদকবিরোধী যৌথ টাস্কফোর্স। টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলমের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। বুধবার (১৮ অক্টোবর) বিকাল থেকে এ অভিযান শুরু হওয়ার পর রাতে তাদের উদ্ধার করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.এহসান মুরাদ।
জানা গেছে, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির সৎ ভাই আব্দুর শুক্কুর ও শীলবনিয়ারপাড়ার সাইফুল করিমের বাড়িতেও তল্লাশি চালান এই যৌথ টাস্কফোর্সের সদস্যরা।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (অপারেশন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমদ। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এহসান মুরাদসহ বিজিবি, র্যা ব, পুলিশ, আনসার সদস্যরা অভিযানে অংশ নেন। আগস্টের শেষ সপ্তাহ থেকে মিয়ানমারের রাখাইন থেকে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেওয়ার সুযোগে দেশে ব্যাপকভাবে ইয়াবার চালান ঢুকে পড়ছে— এমন সংবাদের পরিপ্রেক্ষিতে সরকারের নির্দেশে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এহসান মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশসহ যৌথ টাস্কফোর্সের সদস্যরা টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে টেকনাফ উপজেলার চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩১ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে নারী-শিশুও আছেন। রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের আশ্রয় দেওয়ার জন্যও চেয়অরম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ রোহিঙ্গাদের এক জায়গায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেটিআরও বলেন, ‘অভিযানে আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি করা হয়েছে। এর মধ্যে সাইফুল করিমের বাড়ি থেকে বিপুল পরিমাণ স্পিরিট উদ্ধার করা হয়েছে। এজন্য তার ভাই জিয়াউল করিম জিয়াকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।’
তবে নিজের বাড়ি থেকে রোহিঙ্গাদের উদ্ধার হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল নেঙ্গুরবিল এলাকায় আমার ভাড়া দেওয়া একটি বাসায় অভিযান চালিয়েছে। তবে এসময় কোনও রোহিঙ্গাকে উদ্ধার করা হয়নি।’
আরও পড়ুন-
জামায়াতের আমিরের বিরুদ্ধে শেষ হলো মানবতাবিরোধী অপরাধের তৃতীয় দফা তদন্ত

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা