X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে ২ প্রাইভেট কারসহ ৬ ভুয়া ডিবি পুলিশ আটক

জয়পুরহাট প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ০৩:৫৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ০৫:১৩

ছিনতাইকারীদের একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয় জনতা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুইটি প্রাইভেট কারসহ ডিবি পুলিশ পরিচয় দেওয়া ছয় ছিনতাইকারীকে আটক করে জনতা। জনতার প্রহারে এক ছিনতাইকারী আহত হয়। তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচ জনকে আক্কেলপুর থানায় সোপর্দ করা হয়েছে। এসময় ছিনতাইকারীদের ব্যবহৃত একটি প্রাইভেট কারে আগুনও ধরিয়ে দেওয়া। বুধবার (১৮ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ক্ষেতলাল ও আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, আটক ছয় ছিনতাইকারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আটক ছয় ছিনতাইকারী হলো— বগুড়ার গাবতলী উপজেলার পাকরাকোড়া গ্রামের সবুজ মিয়া, ফরিদপুরের আলমডাঙ্গা উপজেলার ধোলাইচর গ্রামের কেরামত আলী, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঘোরগ্রামের ফিরোজ জামান, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কেথুরি বাজারের ইউসুফ আলী, ভোলার তজুমদ্দিন উপজেলার শামপুর গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে ইউনুস ও জয়পুরহাটের আক্কেলপুরের মানিকপাড়া আশরাফুল ইসলাম ওরফে আপেল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, বুধবার বিকাল ৩টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া ইসলামী ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে ভগ্নিপতি ইংরাজ আলীকে সাথে নিয়ে সিএনজিতে চড়ে আক্কেলপুরের বেলঘড়িয়ায় নিজের বাড়িতে ফিরছিলেন প্রবাসী রেজ্জাকুল ওরফে দুলু মিয়া। পথে দুপচাঁচিয়ার ছাতনি বাজারে দু’টি প্রাইভেট কারে থাকা ছয় ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাদের গতিরোধ করে। এসময় তারা মাদকের মামলা থাকার অভিযোগে টাকাসহ ইংরাজকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। পরে ইংরাজের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে মুখ বাঁধা অবস্থায় দুপচাঁচিয়ার খলিশ্বর তিনমাথা খাঁপাড়া মোড়ে প্রাইভেট কার থেকে ফেলে পালিয়ে যায়।
এ ঘটনার পর আক্কেলপুর ও ক্ষেতলালের স্থানীয়রা তাদের ধাওয়া করলে ক্ষেতলালের লালাগড় ও তেলাল এলাকায় প্রাইভেট কার দুইটি উল্টে যায়। এসময় লালাগড় এলাকার প্রাইভেট কার থেকে পালানোর সময় সবুজ মিয়া, কেরামত আলী, ফিরোজ জামান, ইউসুফ আলী ও আশরাফুল ইসলাম ওরফে আপেলকে ধরে মারধর করে ক্ষেতলাল থানায় সোপর্দ করা হয়। পরে তাদের ব্যবহৃত প্রাইভেট কারে আগুন দেওয়া হয়।
অন্যদিকে তেলাল এলাকার প্রাইভেট কার উল্টে যাওয়ার পর জনতা সেখান থেকে আব্দুর রাজ্জাক ওরফে ইউনুসকে ধরে মারধর করলে সে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জয়পুরহাটে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ক্ষেতলাল থানার ওসি আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি আক্কেলপুর থানার হওয়ায় ওই ছয় ভুয়া ডিবি পুলিশকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের কাছ থেকে ৮৬ হাজার টাকা, তিনটি হ্যান্ডকাফ, তিনটি চাবি জব্দ করা হয়েছে। তাদের ব্যবহৃত দুইটি প্রাইভেট কারের একটিতে জনতা আগুন দিয়েছে।’ আটক ছয় জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি দাবি করেন।
আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই ছয় জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এরা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয়ে বিভিন্ন জেলায় ছিনতাই করে আসছে। সব অভিযোগ খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন-
কক্সবাজারে ট্রাফিক পুলিশের হাতে দুই সাংবাদিক লাঞ্চিত

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী