X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে প্রত্যক্ষ করের পরিবর্তন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ০৪:৫৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ০৫:৫৪

অর্থ আইনে প্রত্যক্ষ করের পরিবর্তন নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ‘অর্থ আইন ২০১৭’-এর মাধ্যমে প্রত্যক্ষ করে যুক্ত পরিবর্তন নিয়ে ব্যবসায়ী, করদাতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ কর অঞ্চল ও ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য জিয়া উদ্দিন মাহমুদ বলেন, ‘কর নিয়ে ভীতি দূর করতেই কর আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি, এর মাধ্যমে আগামী ১ নভেম্বর নারায়ণগঞ্জে অনুষ্ঠিতব্য কর মেলায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিজেদের উদ্যোগেই কর দিতে আগ্রহী হবে।’
আলোচনা সভায় উপস্থিত করদাতা, ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা সভার শুরুতে উপস্থিত করদাতা, ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সামনে ‘অর্থ আইন ২০১৭’-এর বিভিন্ন দিক তুলে ধরেন আপিলাত ট্রাইব্যুনালের সদস্য রঞ্জন কুমার ভৌমিক। পরে ব্যবসায়ীরা প্রত্যক্ষ কর দেওয়ার ক্ষেত্রে যেসব বিষয়ে আইনে পরির্বতন আনা হয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন করেন। কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবসায়ীদের এসব প্রশ্নের উত্তর দেন।
নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআর সদস্য জিয়া উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের অতিরিক্ত কর কমিশনার জাকির হোসেন, যুগ্ম কর কমিশনার এস এম আবুল কালাম আজাদ, উপ-কর কমিশনার এ কে এম শামসুজ্জামান, পল্লব কুমার দেব, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বারের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি চাকরিজীবী ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
এনবিআর সদস্য জিয়া উদ্দিন মাহমুদ আরও বলেন, ‘কর দিলে দেশের অর্থনীতির চাকা আরও বেশি সচল হবে। দেশ মধ্যম আয়ের দিকে এগিয়ে যাবে, সরকারের ভিশন বাস্তবায়ন হবে।’ এসময় দেশের সামর্থ্যবান প্রতিটি মানুষকে কর দেওয়ার আহ্বান জানান তিনি।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!