X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তিস্তা ব্যারেজের দুর্নীতি তদন্ত করবে দুদক

নীলফামারী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ১০:৪৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১১:৩৪

 

তিস্তা ব্যারেজ দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের নানা অনিয়ম ও লুটপাটের বিষয় তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ডালিয়া তিস্তা ব্যারেজে পাউবো কার্যালয়ে তদন্ত শুরু করবেন দুদক কর্মকর্তারা।

দুদকের এক চিঠি থেকে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরের আরএফকিউ ও ইমার্জেন্সি ওয়ার্ক নামে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড তিস্তা নদীর ডানতীরে বাঁধ, বামতীরের বাঁধ, প্রধান ক্যানেল, কলোনি সংস্কার ও মেরামত এবং বিভিন্ন যন্ত্রাংশ ক্রয় সংক্রান্ত্র ৬৪টি প্রকল্পের কাজ করে। প্রকল্পগুলো কাগজে কলমে বাস্তবায়ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদাররা। আর এই অনিয়ম তদন্ত করবে দুদক।

জানা গেছে, ২০১৫ সালের ৪ আগস্ট ‘ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের ৬৪ প্রকল্পের টাকা হরিলুট’ শিরোনামে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়। এরপর থেকেই অনিয়ম তদন্ত শুরু করে দুদক।

দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা বীরকান্ত রায় তদন্ত কাজের অংশ হিসেবে সংশ্লিষ্ট ঠিকাদারসহ কর্মকর্তাদের ১৯ অক্টোবর তিস্তা দোয়ানী ব্যারেজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে উপস্থিত হতে চিঠি দেন।

অভিযোগ আছে, গত তিন বছরে পাউবো ডালিয়া ডিভিশনের ভুয়া ভাউচারে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়। গত অর্থবছরে পাউবোর দোয়ানীতে ভিভিআই রেস্ট হাউজ ভবনের চারপাশে জঙ্গল পরিষ্কারের নামে লাখ টাকার বিল তোলার অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, প্রতিবছর ঠিকাদারি কাজের জন্য লাইসেন্স নবায়ন করতে হয়। তাই বাধ্য হয়ে কাগজ সই করে বিল তুললে নবায়নের ঝামেলা থাকে না।

এদিকে চলতি অর্থ বছরের তিস্তা সেচ ক্যানেলের জরুরি মেরামতের নামে হরিলুটেরও অভিযোগ উঠে। এই বছর জরুরি মেরামতের জন্য এক কোটি ৬৪ লাখ টাকা কাজ করেছে মর্মে পাউবোর অফিস সূত্রে জানা যায়।

ডালিয়া তিস্তা ব্যারাজের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ‘কী কাজ ও কিভাবে করা হয়েছে তা বলা যাবে না। পাউবো কাজের চূড়ান্ত অনুমোদন না আসা পর্যন্ত সঠিক তথ্য দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘কাজ করা হয়েছে তবে কী পরিমান অর্থ পাওয়া যাবে তা বলা যাচ্ছে না।’

আরও পড়ুন: 
ভাঙা-গড়ায় নড়বড়ে ভাসানচর (ভিডিও)

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’