X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ত্রাণের জন্য রাখাইন থেকে নো-ম্যানস ল্যান্ডে

আবদুল আজিজ, কক্সবাজার
১৯ অক্টোবর ২০১৭, ১২:১৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১২:২৭

ত্রাণের জন্য কাদামাটিতে রোহিঙ্গাদের অপেক্ষা (ছবি: বাংলা ট্রিবিউন) ঘটনাস্থল কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্ত পয়েন্টের নো-ম্যানস ল্যান্ড। চলছে রোদ-বৃষ্টির খেলা। হুট করে বৃষ্টি নামে, আবার হঠাৎ রোদ হাসে। বৃষ্টির পানিতে কাদা আর স্যাঁতস্যাঁতে পরিবেশ। এর মধ্যে ঠাসাঠাসি করে আছেন রোহিঙ্গারা। তাদের মধ্যে অনেকে শুধু ত্রাণ পেতেই ছুটে এসেছেন মিয়ানমারের রাখাইন থেকে! 

রাখাইনে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের রোমহর্ষক ঘটনা শোনা গেলেও এখন শরণার্থী ক্যাম্পের বিভিন্ন সূত্র জানাচ্ছে উল্টো কথা। পালিয়ে এসে যারা ইতোমধ্যে ক্যাম্পে অবস্থান নিয়েছেন তাদের কাছ থেকে মোবাইল ফোনে বাংলাদেশে ত্রাণ সুবিধা পাওয়ার খবর শুনে চলে আসছেন রাখাইনের রোহিঙ্গারা। নো-ম্যানস ল্যান্ডে খাবার আর ত্রাণের জন্য রোহিঙ্গাদের অপেক্ষা ও কাদামাটিতে একাকার হয়ে ছোটাছুটি এখন নিত্যদিনের চিত্র।
ত্রাণ মিলছে এমন খবর পেয়ে অনেকে এলেও নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করা রোহিঙ্গাদের অনেকে পড়েছেন খাদ্য সংকটে। অবশ্য বেসরকারিভাবে ও ব্যক্তিগত উদ্যোগে কিছু খাবার ও ত্রাণ বিতরণ করলেও তা অপ্রতুল বলে উল্লেখ করেছেন রোহিঙ্গারা। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশের কারণে তাদের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে বলে জানা যায়। 

উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্ত পয়েন্টের নো-ম্যানস ল্যান্ড থেকে বাংলাদেশের অন্তত পাঁচ কিলোমিটার অভ্যন্তরে চলে এসেছেন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা। তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বাধা দিচ্ছেন বলে সূত্র জানিয়েছে। অবশ্য বিজিবি’র বাধা পেলেও অনেকেই ঢুকে পড়েছেন উখিয়ার বিভিন্ন ক্যাম্পে।

ত্রাণের জন্য কাদামাটিতে রোহিঙ্গাদের অপেক্ষা (ছবি: বাংলা ট্রিবিউন) রোহিঙ্গাদের প্রবেশে বাধা দেওয়া প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা বলছেন, ‘ওপরের নির্দেশ রয়েছে। এসব রোহিঙ্গাদের তল্লাশি করে ও কলেরা টিকা খাওয়ানোর পর পাঠানো হবে ক্যাম্পে।’ 
এদিকে শরণার্থীদেরকে ক্যাম্পে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে। এই উদ্যোগ দেরিতে নেওয়া হলো কেন, এমন প্রশ্নের জবাবে উত্তর মেলেনি। একইভাবে প্রশাসনের কেউ বলতে পারছেন না নো-ম্যানস ল্যান্ডে সদ্য অনুপ্রবেশকারি রোহিঙ্গাদের গন্তব্য কোথায়।

ত্রাণের জন্য কাদামাটিতে রোহিঙ্গাদের অপেক্ষা (ছবি: বাংলা ট্রিবিউন) পালিয়ে আসা রোহিঙ্গা মরিয়ম, ফাতেমা, রোজিনা, রহমত উল্লাহ, শফিউল্লাহসহ অনেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নির্যাতন ও বর্বরতা নতুনভাবে শুরু হয়েছে। প্রাণে বাঁচতে তারা চার থেকে পাঁচ দিন হেঁটে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছেন। তাদের গ্রাম বুচিদংয়ের উত্তরাঞ্চল থেকে প্রায় দুই হাজারের বেশি নারী, পুরুষ ও শিশু পালিয়ে এসেছেন বলেও জানালেন তারা।

সীমান্ত পাড়ি দিয়ে এখনও আসছে রোহিঙ্গারা (ছবি: বাংলা ট্রিবিউন) স্থানীয়দের দাবি, আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ সৃষ্টি করে উখিয়া-টেকনাফে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে। তারা মনে করেন, বাংলাদেশের সব শ্রেণিপেশার মানুষকে একবাক্যে আওয়াজ তুলতে হবে মিয়ানমার যেন তাদের নাগরিকদের শান্তিপূর্ণ পরিবেশে ফিরিয়ে নেয়।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!