X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বরিশালে নদী ভাঙনে ঝুঁকিতে নবনির্মিত সাইক্লোন শেল্টার

বরিশাল প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৭, ০১:২৮আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০১:২৮

স্বাস্থ্যকেন্দ্র বরিশালে কারখানা ও কালাবদর নদীর ভাঙনে ঝুঁকির মুখে পড়েছে বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা বাজার সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা মেহেন্দীগঞ্জের শ্রীপুর বাজার সংলগ্ন সদ্যনির্মিত বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার।

উভয় প্রতিষ্ঠান নদী থেকে এখন মাত্র কয়েক হাত দূরত্বে রয়েছে। স্থানীয়রা বলেছেন, তারা সরকারিভাবে কোনও ত্রাণ বা সাহায্য চান না। তারা চান নদী ভাঙনের হাত থেকে সুরক্ষা, আর মাথা গোঁজার জন্য একটু জমি।

নবনির্মিত সাইক্লোন শেল্টার এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের বরিশাল জেলার দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাইয়েদ জানান, নদী ভাঙন তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য দরকার দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান এবং স্থাপনা নির্মাণের আগেই ভাঙনের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রাখা। তবু কারখানা ও কালাবদর নদীর ভাঙনের তীব্রতা রোধ এবং স্থাপনা রক্ষার জন্য জরুরিভিত্তিতে কিছু সীমিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম তালুকদার বাদল বলেন, কারখানা নদীর ভাঙনে লক্ষ্মীপাশা বাজার সংলগ্ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি বর্তমানে বিলীন হতে চলেছে। এছাড়া, ভাঙনের কারণে হুমকির মুখে রয়েছে ওই ইউনিয়নের লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়। ইতোমধ্যে কয়েকশ একর ফসলি জমি এবং কবাই ইউনিয়ন বাজারসহ বসত ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। স্থানীয় এলাকাবাসী ঘরবাড়ি হারিয়ে এখন রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান অভিযোগ করেন, স্বাস্থ্যকেন্দ্রের এ ঝুঁকির  বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করা সত্ত্বেও এখনও কোনও সুফল পাওয়া যায়নি। আগামী দুই-একদিনের মধ্যেই ভবনটি সরিয়ে নেওয়া না হলে, নদীর ভাঙনে পুরো ভবনটি বিলীন হয়ে যাবে।

অন্যদিকে, জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর বাজার সংলগ্ন এলাকায় এক কোটি ৭০ হাজার টাকা ব্যয়ে নির্মিত বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার কালাবদর নদীর খুবই কাছাকাছি থাকায় উদ্বোধনের আগেই যেকোনও সময় নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন-অর রশিদ মোল্লা জানান, তেঁতুলিয়া ও কালাবদর নদীর ভাঙনের মুখে হুমকিতে রয়েছে শ্রীপুর বাজার, বাহেরচর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর জামে মসজিদ ও বাহেরচর কওমি মাদ্রাসা। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে তহসিল অফিস, কমিউনিটি ক্লিনিকসহ দুই শতাধিক বসতঘর ও তিন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান। বসতভিটা হারিয়ে বিভিন্নস্থানে আশ্রয় নিয়েছে কয়েকশ পরিবার।

চেয়ারম্যান আরও জানান, শ্রীপুরে নদী ভাঙন রক্ষা কমিটির ব্যানারে সম্প্রতি সহ্স্রাধিক নারী-পুরুষ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে নদীর পাড়ে মানববন্ধন করেছেন। নদী ভাঙন থেকে রক্ষা পেতে ভুক্তভোগীরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি