X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘রথ দেখেছি, কলাও খেয়েছি’

সিলেট প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৭, ০৭:০৯আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১২:২১





সিসিক নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সেলিম

বিএনপি থেকে সিলেট সিটি করপোরেশনে (সিসিক) নির্বাচনের ঘোষণা দেওয়া নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবার নগর ভবন ঘুরে নিজের প্রচারণা চালালেন।এসময় সিসিক কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দোয়া ও সহযোগিতা চান তিনি। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে তিনি নগর ভবনে গিয়েছিলেন, তবে তখন বিএনপি থেকে নির্বাচিত বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন না। নগর ভবনে আকস্মিক ঢুকে এই প্রচারণা চালানোকে নিজেই রথ দেখতে গিয়ে কলা খাওয়ার সঙ্গে তুলনা করেছেন মেয়র পদের এই সম্ভাব্য প্রার্থী।

সিলেট সিটি করপোরেশনের পানি ও প্রশাসনিক শাখায় কর্মরত কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানান, এদিন বিকালে হঠাৎ করেই নগর ভবনে আসেন নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এরপর সিটি করপোরেশন কার্যালয়ের প্রতিটি শাখায় গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আসন্ন নির্বাচনে নিজের প্রার্থিতার কথা জানিয়ে তাদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। এসময় তার সঙ্গে কয়েকজন দলীয় নেতা-কর্মীও ছিল। এসময় মেয়র আরিফুল হক চৌধুরী নগর ভবনে উপস্থিত ছিলেন না। তবে পরে বিকাল সাড়ে ৪টার দিকে মেয়র নগর ভবনে ফিরলেও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। 

উল্লেখ্য, কিছুদিন আগে সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দেন সিলেট নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। তবে তার দল এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়নি। 

নগর ভবনে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বদরুজ্জামান সেলিম জানান, কোটি টাকা খরচ করে নগর ভবন নির্মাণ করা হয়েছে। সেই ভবনটি দেখার জন্য গিয়েছিলাম সিলেট নগরের নাগরিক হিসেবে। নগর ভবনের বিভিন্ন দফতরে গিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দেখা করে তাদের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছি। নগর ভবনে রথ দেখতে গিয়ে কলাও খেয়েছি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়