X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ভাই-ভাবিকে হত্যার অভিযোগে আটক ১

বগুড়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৭, ১৭:৩৯আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৭:৪৩

আটক বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে চাচাতো ভাই জেল্লাল হোসেন (৪৫) ও ভাবি বুলবুলি বেগমকে (৩৮) হত্যার অভিযোগে আরমান হোসেন ভেটু নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) গভীর রাতে চককাতুলী গ্রামের একটি ক্লিনিকের ছাদ থেকে রক্তমাখা ছুরিসহ তাকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বিকাল পর্যন্ত এ জোড়া খুনের বিষয়ে মামলা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেটু হত্যার দায় স্বীকার করেনি। মামলা হলে শনিবার তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া বা  জেলে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

বগুড়া পুলিশের গাবতলী সার্কেলের এএসপি ফজল-ই-খুদা পলাশ ও নিহতদের প্রতিবেশীরা জানান, নাড়–য়ামালা ইউনিয়নের চককাতুলী আলতার বাজার এলাকার মধু মিয়ার ছেলে জেল্লাল হোসেনের সঙ্গে জমির মালিকানা নিয়ে চাচাতো ভাই আরমান হোসেন ভেটুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ নিয়ে ঝড়গার এক পর্যায়ে ভেটু তার ভাই জেল্লালের বুকে ছুরিকাঘাত করে। জেল্লালের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে এলে ভাবি বুলবুলিকেও ছুরিকাঘাত করা হয়। আত্মীয় ও প্রতিবেশীরা ওই দম্পতিকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাত ৮টার দিকে টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে বুলবুলি এবং শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জেল্লাল মারা যান।

এএসপি ফজল-ই-খুদা পলাশ জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে গ্রামের একটি ক্লিনিকের ছাদ থেকে ভেটুকে একটি রক্তমাখা ছুরিসহ আটক করা হয়।

গাবতলী থানার ওসি (তদন্ত) নুরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেটু খুনের ব্যাপারে স্বীকারোক্তি দেয়নি। শুক্রবার বিকাল পর্যন্ত হত্যার বিষয়ে মামলা হয়নি। মামলা হলে শনিবার আদালতের মাধ্যমে ভেটুকে রিমান্ডে নেওয়া বা হাজতে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন: 
প্রধান বিচারপতিকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা