X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত গোপালগঞ্জে

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৭, ১৭:০৬আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৭:২৩

গোপালগঞ্জে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ২৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে নিশ্চিত করেছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী জানান, জমিতে থাকা রোপা আমন ধানের তেমন ক্ষতি না হলেও আগাম শীতকালিন সবজির ক্ষতি হয়েছে। জেলার কৃষি কর্মকর্তাদের একটি টিম বিভিন্ন এলাকা পরিদর্শনে রয়েছেন।

জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এলাকায় কয়েকশ’ মাছের ঘের ভেসে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল বলেছেন, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এরাকায় বেশ কিছু মাছের ঘের ভেসে গেছে বলে তিনি শুনেছেন। তিনি সরেজমিন পরিদর্শন করতে ইতোমধ্যে বের হয়েছেন বলে জানান।

গত দুই দিনের টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন রাস্তা-ঘাটে জলাবদ্ধতার কারণে রাস্তা-ঘাটে গর্তের সৃষ্টি হয়েছে। এতে পৌর এলাকার বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে।

গোপালগঞ্জে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু বলেছেন, তিনি পৌর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। তিনি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে বৃষ্টিতে কাঁচা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।

টানা বর্ষণে দিন মজুর ও খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বৃষ্টির কারণে তারা দুই দিন কোনও কাজ করতে পারছেন না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৫ম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজকের (শনিবার) পরীক্ষা আগামী সোমবার অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থী ক্লাসে আসতে না পারায় ক্লাস হয়নি। প্রচন্ড বৃষ্টির কারণে ঢাকার উদ্দেশে গোপালগঞ্জ থেকে কোনও পরিবহন ছেড়ে যায়নি।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা