X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে পানিবন্দি মানুষ, ভেসে গেছে চিংড়ি ঘের

বাগেরহাট প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৭, ১৯:০৮আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৯:১০

 

রাস্তার ওপর ভেঙে পড়া গাছ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত তিন দিন ধরে চলতে থাকা ভারী বর্ষণে বাগেরহাট শহর ও বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  টানা বৃষ্টির প্রভাব ও নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার কাড়াপাড়া, ডেমা, খানপুর, রাখালগাছি, গোটাপাড়া, যাত্রাপুর, ষাটগুম্বুজ, বেমরতা, বিষ্ণুপুর, বারুইপাড়া ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে মানুষ। পাশাপাশি কয়েক হাজার চিংড়ি ঘের ও পুকুরের মাছ বৃষ্টির পানিতে ভেসে গেছে। এতে চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।

বাগেরহাট শহরের ভিআইপি রোড, মিঠাপুকুর পাড়, পিসি কলেজ, হাড়িখালী, মেইন রোড, সাধনার মোড়, রাহাতের মোড়, থানার মোড়, কাজী নজরুল ইসলাম রোড়, পুরাতন বাজার, রেলরোড়, দাসপাড়ার মোড়, বাসাবাটি, খারদ্বার, সাহাপাড়া ও স্টেডিয়ামের পেছনের এলাকা পানিতে প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার সড়কসহ অধিকাংশ ঘর-বাড়ি হাটু পানিতে প্লাবিত হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

শহরের খারদ্বার এলাকার মো. সোহেল জানান, ঘরের মধ্যে হাঁটু পানি। ঘরে বসবাস করাই দুরুহ হয়ে উঠেছে। রান্না-খাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ভারী বৃষ্টিতে খারদ্বার এলাকার অধিকাংশ বাড়িতে রান্নাবান্না বন্ধ। পানিবন্দি হয়ে খারদ্বারবাসী চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।

বাগেরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকী জানান, দমকা হাওয়ার সঙ্গে ভারী বর্ষণে ৬ নম্বর ওয়ার্ডসহ পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দরা চরম ভোগান্তিতে পড়েছে। অনেক ঘর তলিয়ে যাওয়ায় তারা অন্যত্র আশ্রয় নিয়েছেন।

এদিকে ভারী বর্ষণে বাগেরহাট সদরসহ ৯টি উপজেলার হাজার হাজার চিংড়ি ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে বলে খবর পাওয়া গেছে। বৃষ্টির পানিতে  চিংড়ি ঘের ভেসে যাওয়া চাষিদের মাঝে হতাশা দেখা দিয়েছে। চাষিদের ঘেরের পাড়ের সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে ।

বারুইপাড়া ইউনিয়নের চিংড়ি চাষি আল আমিন মল্লিক সুমন জানান, গত রাতেই বৃষ্টির পানিতে ঘেরে পানি উঠে যায়। নেট ও পাটা দিয়েও শেষ রক্ষা হয়নি। ভারী বর্ষণে তার প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।  

পানিতে রাস্তা ডুবে গেছে কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম জানান, ভারী বর্ষণে তার ইউনিয়নের কয়েক শত মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। পান বরাজে পানি উঠে ব্যাপক ক্ষতি হয়েছে। ইউনিয়নের অনেক এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বাগেরহাট ফিস ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. ইয়ামীন আলী জানান, জেলার কয়েক হাজার ঘের পানিতে ডুবে গেছে। আরও অনেক ঘের ঝুঁকির মধ্যে রয়েছে। আরও বৃষ্টিপাত হলে সেগুলোও ডুবে যাবে।

অপরদিকে ভারী বর্ষণে জেলার বিভিন্ন সড়কের গাছ রাস্তার ওপর উপড়ে পড়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। বিদ্যুতের খুঁটি দুইটি ভেঙে গেছে। এতে কচুয়া উপজেলার অধিকাংশ গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া হায়দার চৌধুরী জানান, জেলার কী পরিমাণ মাছের ঘের পানিতে তলিয়ে গেছে তা এখনও নিরুপণ করা হয়নি। রবিবার এই সংখ্যা জানা যাবে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা