X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিএনপি পাকিস্তানের পোষা তোতাপাখি: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৭, ১৯:১৭আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২০:৩৩

নীলফামারীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী (ছবি: প্রতিনিধি) মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ সব সময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে। আর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এখনও স্বাধীনতায় বিশ্বাস করেন না। তারা পাকিস্তানের পোষা তোতাপাখি। পাকিস্তান যেভাবে বিবৃতি দেয় খালেদা জিয়াও সেভাবে কথা বলেন।’

শনিবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নীলফামারীর ডোমারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের (ভবন) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী এসময় আরও বলেন, ‘আমাদের প্রধান বিচারপতি পিস কমিটির সদস্য ছিলেন। তাই তিনি বঙ্গবন্ধুকে একক নেতা মানতে রাজি নন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে জবাব চাইতে হবে আর কোন নেতা ছিল?’ তিনি প্রধান বিচারপতিকে দেশে এনে বিচারের দাবি তোলেন।

মন্ত্রী বলেন, ‘আগামী জানুয়ারি থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ি বাড়ি পৌঁছে দেবে সরকার। মুক্তিযোদ্ধাদের ব্যাংকের লাইনে দাঁড়িয়ে ভাতা উত্তোলন করতে হবে না। এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে শেখ হাসিনার সরকার।’

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার সভাপতিত্বে সেখানে আরও বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ফজলুর রহমান, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সম্পাদক তোফায়েল আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুরন্নবী প্রমুখ।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এলজিইডি’র বাস্তবায়নে দুই কোটি ২২ লাখ ৯৯ হাজার ছয় শ’ টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়।

আরও পড়ুন- বিশৃঙ্খল বিএনপি ক্ষমতায় এলে দেশের কী হবে: ওবায়দুল কাদের

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী