X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিলুপ্তির পথে ২২৪ বছরের দুবলহাটি রাজবাড়ি

আব্দুর রউফ পাভেল, নওগাঁ
২১ অক্টোবর ২০১৭, ২৩:৪৯আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ০০:০২

দুবলাহাটি রাজবাড়ি সংরক্ষণ ও সংস্কারের অভাবে নওগাঁর ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ি আজ বিলুপ্তির পথে। কর্তৃপক্ষের উদাসীনতা, অযত্ন ও অবহেলায় ২২৪ বছরের পুরনো এ রাজবাড়িটি যেকোনও সময় ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

১৭৯৩ সালে রাজা কৃষ্ণনাথ লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে ১৪ লাখ ৪৯৫ টাকা দিয়ে পত্তন নিয়ে এ রাজ্য পরিচালনা শুরু করেন। রাজা কৃষ্ণনাথ নিঃসন্তান হওয়ায় তার পরে ১৮৫৩ সালে রাজত্বভার গ্রহণ করেন তার ‍দূরসম্পর্কের নাতি হরনাথ রায়। রাজা হরনাথের আমলে দুবলহাটির রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে। রাজবাড়িটি নওগাঁ শহর থেকে ৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

দুবলাহাটি রাজবাড়ি ২ দুবলহাটি রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি, নাট্যশালা নির্মাণ ও প্রজাদের সুপেয় পানীয় জলের কষ্ট দূর করতে রাজপ্রাসাদের পাশের এলাকায় অনেক পুকুর খনন করেন রাজা। ১৮৬৪ সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয়। পরে স্কুলটির নাম রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় রাখা হয়।১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় ভারতে চলে যান। হরনাথ রায় চৌধুরী রাজা খেতাব পেয়েছিলেন। তার পূর্বপুরুষরা মোগলদের দেওয়া জমিদার খেতাবে ভূষিত ছিলেন।

আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুবিশাল অট্টালিকাটি। রাজবাড়ির মূল ফটকে রোমান স্টাইলের স্তম্ভগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে। রাজবাড়িতে সব মিলিয়ে ৭টি আঙিনা এবং প্রায় ৩০০ ঘর ছিল। প্রাসাদের ভেতরে ভবনগুলো কোনটি তিনতলা, কোনটি চারতলা।

রাজবাড়িতে এখনও শান বাঁধানো একটি কুয়া রয়েছে। রাজবাড়ির সামনে রয়েছে গোবিন্দ পুকুর, যার পাশে ছিল এলাকায় প্রচলিত ‘গান বাড়ি’ নামক ভবন। সেখানে গান বাজনাসহ রাজার মনোরঞ্জনের আয়োজন ছিল।

গান বাড়ি’র দূরে ছিল কালী মন্দির। যেটি এখন আগাছায় পরিপূর্ণ। কালী মন্দির থেকে প্রায় আধা কিলোমিটার দূরে রয়েছে রাজার বাগানবাড়ি। রাজাদের জৌলুস রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখেও বোঝা যায় অনায়াসে। জমিদারি বিলুপ্তির পর সরকার রাজবাড়িকে সরকারি সম্পদ হিসেবে প্রত্মতত্ত্ব বিভাগের অধীনে নেয়। প্রত্মতত্ত্ব বিভাগ দায়িত্ব নিলেও অদ্যাবধি এর সুরক্ষা বা সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি। স্থানীয় প্রভাবশালীদের কবলে পড়ে দিন দিন রাজবাড়ির মূল্যবান সম্পদ লুট হয়ে যায়।

নওগাঁর স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুর বারি বলেন, ‘সংশ্লিষ্টদের দায়িত্বহীনতায় কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক এই রাজবাড়িটি। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা দুবলহাটি রাজবাড়িতে এখন সন্ধ্যা হলেই শুরু হয় আপত্তিকর কার্যকলাপ। অবাধে বসছে মদ, জুয়া, গাঁজার আসর। কেউ দেখার নেই। কারোর মাথাব্যথাও নেই। তিনি বলেন,‘এ ঐতিহাসিক স্থাপনাটির সংস্কার করা হলে একে ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
দলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান