X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায় আরও একজন আটক

চট্টগ্রাম ব্যুরো
২২ অক্টোবর ২০১৭, ০২:৫৪আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ০৩:০১
image

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায়  আরও একজন আটক

ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস খুনের ঘটনায় ফয়সাল আহমেদ পাপ্পু (২১) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর দেওয়ানহাট দুই নম্বর গেইট থেকে তাকে আটক করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। পাপ্পু সুদীপ্তের মূল খুনিদের একজন বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় পুলিশ চারজনকে আটক করলো। 

রহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, পাপ্পু লোহার পাইপ দিয়ে সুদীপ্তের মাথায় আঘাত করেছিল আমাদের কাছে তথ্য ছিল। আজ রাত সাড়ে ১০টার দিকে তাকে অাটক করা হয়েছে। রবিবার তাকে আদালতে হাজির করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার তথ্যের ভিত্তিতে  যেই লোহার পাইপ দিয়ে সুদীপ্তকে মারা হয় ওই পাইপটি নগরীর তিন পোলের মাথা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

গত ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে সুদীপ্ত বিশ্বাসকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু'র অনুসারি হিসেবে পরিচিত সুদীপ্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি করতেন। সিটি কলেজকেন্দ্রিক ছাত্রলীগের মধ্যকার বিভেদ নিয়ে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছিল পুলিশ।


এ ঘটনায় গত ১৩ অক্টোবর রাতে নগরীর বড়পুল এলাকার একটি বাস স্টেশন থেকে মোক্তার হোসেন নামে একজনকে আটক করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  ১৭ অক্টোবর রাতে নগরীর বাঘঘোনা এলাকা থেকে খায়ের ও বাবুকে নামে আরও দুইজনকে আটক করা হয়। তাদের দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী