X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে দুই ভাইকে এসিড নিক্ষেপ

লালমনিরহাট প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ০৭:০০আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ০৭:০৮

এসিড নিক্ষেপ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এসিড ছুড়ে ঝলসে দেওয়া হয়েছে দুই ভাইকে। শনিবার (২১ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের গোড়ল চৌপতি এলাকায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

এসিড-দগ্ধরা হলেন, উপজেলার গোড়ল চৌপতি এলাকার আবুল কালাম আজাদের ছেলে ফরহাদ হোসেন (২৫) ও জাহাঙ্গীর আলমের ছেলে নুর ইসলাম (১৬)। নুর ইসলাম সম্পর্কে ফরহাদের চাচাতো ভাই। আহতদের রবিবার সকালে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরহাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের পরিবার ও কালীগঞ্জ উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে নিজ বাড়িতে পৌঁছেন ফরহাদ হোসেন। রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান তিনি। সঙ্গে ছিলেন চাচাতো ভাই নুর ইসলাম। রবিবার (২২ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া এক মামলায় লালমনিরহাট আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল ফরহাদের। কিন্তু রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের নিক্ষেপ করা এসিডে ফরহাদ হোসেনের মুখ, চোখ ও মাথার বিভিন্ন অংশ ঝলসে যায়। অন্যদিকে, নুর ইসলামের বাম হাতও ঝলসে যায়। তাদের চিৎকারে পরিবারের অন্যরা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরিবারের সদস্যরা ফরহাদ ও নুর ইসলামকে প্রথমে কালীগঞ্জ উপজেলা হাসপাতাল এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দুর্বৃত্তদের একজনকে চিনেছেন বলে দাবি করেন ফরহাদ ও নুর ইসলামের চাচা আবুল কাশেম। তিনি বলেন, ‘রোগীদের চিকিৎসার ব্যাপার নিয়ে দৌড়াদৌড়ির কারণে থানায় লিখিত অভিযোগ দিতে দেরি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রেম করে তানজিনা পাটোয়ারী সাথীকে বিয়ে করে ফরহাদ। পরে ফরহাদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় লালমনিরহাট আদালতে হাজিরা দিতে ঢাকা থেকে বাড়িতে আসে ফরহাদ। কিন্তু তাকে এসিডে ঝলসে দেওয়া হয়েছে।’

কালীগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহসান হাবীব বলেন, ‘রবিবার দুপুরে ফরহাদ হোসেনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ ওসি মকবুল হোসেন বলেন, ‘লিখিত কোনও অভিযোগ পাইনি। ঘটনার কথা শুনে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া