X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘এক তর্জনীর নির্দেশ, স্বাধীন হলো বাংলাদেশ’

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ১৩:১৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৪:২৭

গোপালগঞ্জ জেলা ব্রান্ডিং এর শ্লোগান ও লোগো

দেশজুড়ে বিভিন্ন জেলা ব্রান্ডিং পরিকল্পনার অংশ হিসেবে নিজেদের ঐতিহ্যকে তুলে ধরতে স্লোগান ও লোগো নির্ধারণ করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। লাল সবুজের পটভূমির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনীর প্রতীকী চিহ্ন দিয়ে জেলাটির লোগো নির্ধারণ করেছেন তারা। সেখানে লেখা আছে, ‘জাতির পিতার জন্মভূমি, গর্বিত গোপালগঞ্জ’। সেই সঙ্গে ‘এক তর্জনীর নির্দেশ, স্বাধীন হলো বাংলাদেশ’ স্লোগানের মাধ্যমে দেশজুড়ে গোপালগঞ্জ জেলাকে ব্রান্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় জেলা ব্রান্ডিং, কিশোর বাতায়ন ও হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠান ‘উদ্ভাবকের খোঁজে’ বিষয়ক মত বিনিময়ের জন্য এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

জেলা প্রশাসক বলেন, ‘জেলা ব্রান্ডিং এর মাধ্যমে জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি সঞ্চার করা হবে। এছাড়াও পর্যটন শিল্পের বিকাশ, জেলার ইতিহাস-ঐতিহ্য লালন, সাংস্কৃতিক বিকাশ, ভৌগলিক নির্দেশক পণ্য শনাক্তকরণ ও তার স্বত্ব সংরক্ষণ এবং নিবন্ধনে সহায়তা প্রদান করা হবে। এছাড়াও এক জেলা এক পণ্য কর্মসূচির বাস্তবায়নে সহায়তা, স্থানীয় উদ্যোক্তা তৈরি, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম সারা বিশ্বের সামনে তুলে ধরা হবে।’ এছাড়াও কিশোর বাতায়নকে এগিয়ে নিতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। এ সময় গোপালগঞ্জ জেলা ব্রান্ডিং-এর লোগো নিয়েও আলোচনা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস বিফিং-এ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল জলিল, জেলা তথ্য অফিসার মো. হাসিবুল হাসান বক্তব্য রেখেছেন। 

 

আরও পড়ুন:

ইসি'র সংলাপে নারীনেত্রীদের সাড়া কম

সিপিএ সম্মেলনের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা

রাখাইনে সেনা-তাণ্ডব থামেনি, পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে রোহিঙ্গারা

 

/এসএসএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা