X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভোলায় আরও ৭২০ বিলিয়ন ঘনফুট গ্যাস মিলেছে

ভোলা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ২১:০২আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২১:০২

ভোলার গ্যাস ক্ষেত্র

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নতুন করে আরও ৭২০ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের শাহবাজপুর ইস্ট-১ গ্যাসকূপে এ গ্যাসের সন্ধান পায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।এ খবরের সত্যতা নিশ্চিত করে শাহবাজপুর গ্যাসক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিজিএম) হাসানুজ্জামান।

তিনি সোমবার (২৩ অক্টোবর) বিকেলে জানান, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পাশে টবগী ইউনিয়ন মুলাইপত্তন গ্রামের শাহবাজপুর ইস্ট-১ গ্যাসকূপে গত কয়েকদিন ধরে লগিং করে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার কাজ চলছে। দুই দিন আগে জানা গেছে, এ গ্যাস কূপে বিপুল পরিমাণ গ্যাস রয়েছে।

এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, শাহবাজপুর ইস্ট-১ গ্যাসকূপে নতুন করে আরও প্রায় ৭২০ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত ৭ আগস্ট শাহবাজপুর ইস্ট-১ গ্যাসকূপের খনন কাজের উদ্বোধন করা হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি আনুষ্ঠানিকভাবে এ গ্যাসকূপ খননের কাজ উদ্বোধন করেন। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী, পেট্রো বাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো.ফয়েজউল্ল্যাহ, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন,‘ভোলার শাহবাজপুরে পাওয়া গ্যাস কাজে লাগিয়ে এরইমধ্যে ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়েছে। আরও একটি ২২৫ ও ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়া চলছে।

মন্ত্রী বলেন, ‘গ্যাসের ওপর নির্ভর করে এ দ্বীপ জেলায় দেশি-বিদেশি কোম্পানি বিনিয়োগ করবে। এতে জেলায় গ্যাসভিত্তিক শিল্প কারখানাও গড়ে উঠবে। এসব শিল্প-কারখানা হলে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি এখানে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। তখন ভোলা হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিল্প উন্নত জেলা।’

ভোলার গ্যাস ক্ষেত্র

উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে শাহবাজপুর গ্যাসক্ষেত্রে নতুন ও পুরনো গ্যাসকূপে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ থাকতে পারে বলে ধারনা করছে বাপেক্স।

বাপেক্স সূত্র জানায়, ১৯৯৫ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। ওই গ্যাসের ওপর নির্ভর করে ২০০৯ সালের দিকে গ্যাসভিত্তিক সাড়ে ৩৪ মেগাওয়াট  ক্ষমতাসম্পন্ন রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (পাওয়ার প্লান্ট) চালু হয়। ওই গ্যাস থেকে ২০১৩ সালে ভোলা সদর উপজেলার পৌরসভার কিছু এলাকায় আবাসিক গ্যাসের সংযোগ দেওয়া হয়। ২০১৬ সালের দিকে একই উপজেলার কুতুবা ইউনিয়নে গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সাইকেল রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু হয়।

বাপেক্স আরও জানিয়েছে, ভোলার একমাত্র গ্যাসক্ষেত্র শাহবাজপুর গ্যাসক্ষেত্রের চারটি কূপ থেকে প্রতিদিন প্রায় ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। কিন্তু বর্তমানে জেলায় চাহিদার বিপরীতে ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে।

 আরও পড়ুন: নোয়াখালীতে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তাকে আটক করেছে দুদক

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে