X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যশোরে জঙ্গিবিরোধী অভিযানে নব্য জেএমবির আঞ্চলিক সংগঠক আটক

যশোর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ২২:৫৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ০০:২৭

আটক মোজাফফর নব্য জেএমবির যশোর অঞ্চলের সংগঠক মোজাফফরকে সোমবার (২৩ অক্টোবর) আটক করেছে পুলিশ। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৫০টিরও বেশি গ্রেনেড তৈরির সরঞ্জামসহ অস্ত্র ও গুলি।

সোমবার সন্ধ্যায় যশোর শহর থেকে মোজাফফরকে আটক করে পুলিশ। পরে তার সদরের পাগলাদহ গ্রামের মাঠপাড়া এলাকার বাড়িতে অভিযান চালানো হয়। তাদের সঙ্গে যশোর ও বগুড়ার পুলিশের ৬-৭টি টিমও যোগ দেয়। রাত ১০টায় অভিযান বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।

তিনি বলেন, ‘ঢাকায় পুলিশের হেডকোয়ার্টার ও স্পেশাল ব্রাঞ্চের দেওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যায় যশোর শহর থেকে মোজাফফরকে আটক করা হয়। সে নিজেকে নব্য জেএমবির যশোর অঞ্চলের সংগঠক বলে জানিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে ৫০টির বেশি গ্রেনেড তৈরির সরঞ্জাম, ৫০টি ছোট-বড় গ্রেনেডের খাপ, বিস্ফোরক জেল, ৫৭টি সার্কিট, সমপরিমাণ গ্রেনেড সুইচ, পাঁচ লিটার অ্যাসিড, একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।’ 

অভিযানে এই অস্ত্র-বিস্ফোরক উদ্ধার করা হয় পুলিশ সুপার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাফফর অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এগুলো তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না।’ তিনি বলেন, ‘নব্য জেএমবির জঙ্গিদের নিরাপদ আস্তানা ছিল বাড়িটি। এখানে জঙ্গিদের আসা-যাওয়া ছিল।’ আজকের মতো অভিযান শেষ জানিয়ে তিনি বলেন, ‘আটক মোজাফফরের বিরুদ্ধে মামলা দায়ের হবে।’ মোজাফফর যশোর এমএম কলেজের পুরনো ছাত্রাবাসের মসজিদের ইমাম। স্ত্রী ও ছোট দুই মেয়েকে নিয়ে মাঠপাড়ার বাড়িতে থাকে সে। তার স্ত্রী বাড়িতে দর্জির কাজ করেন। তাদের ছোট দুই মেয়ে স্কুলে পড়ে। বড় মেয়ে বিবাহিত। 

ওই বাড়িতে মোজাফফরের পরিবারের সদস্যরা আছেন বলে জানালেও তারা কতজন তা জানাননি পুলিশ সুপার। পরিবারের সদস্যরাও মামলাভুক্ত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয় তদন্তের পর বোঝা যাবে।’

আরও পড়ুন:
যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী