X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে সরকার তৎপর’

যশোর প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৭, ২৩:০৪আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ২৩:০৪

বক্তব্য রাখছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে খালেদা জিয়াকে অযোগ্য ঘোষণা করতে সরকার তৎপরতা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের মাটিতে তাকে ছাড়া কোনও নির্বাচন হতে পারবে না।’ শনিবার (৪ নভেম্বর) বিকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে তিনি এসব কথা বলেন।
এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের রোগমুক্তি কামনায় যশোরে পেশাজীবীদের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়। এর আগে আলোচনা সভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু দাবি করেন, দেশের ৭০ শতাংশ মানুষ এখন বিএনপির পক্ষে। তিনি বলেছেন, ‘বিএনপির পক্ষে গণজাগরণ দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী পর্যন্ত ঘর থেকে বের হচ্ছেন না। এজন্য বিএনপি চেয়ারপারসনসহ দলের জনপ্রিয় নেতাদের সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য করার ষড়যন্ত্র করছে অবৈধ সরকার। আদালতে খালেদা জিয়াকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তাকে স্থায়ী জামিন দেওয়া হচ্ছে না।’
সরকারের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বিএনপি নেতা মসিউর রহমান ও আব্দুল ওহাবকে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ দুলুর। বিএনপির এই সাংগঠনিক সম্পাদক জোর দিয়ে বলেন, ‘সরকার যত চেষ্টা করুক না কেন, দেশে আর একতরফা ভোটারবিহীন নির্বাচন হতে পারবে না। আগামী নির্বাচন সবার অংশগ্রহণে হবে ও নির্বাচনে দুই-তৃতীয়াংশের চেয়েও বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিএনপি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান। এখানে আরও ছিলেন যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সহ-সভাপতি প্রফেসর গোলাম মোস্তফা, গোলাম রেজা দুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহম্মদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট