X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাজাপুর সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ১৯:৫৬আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৯:৫৮





চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে কবির (৪২) নামের এক বাংলাদেশিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার (১২ নভেম্বর) বিকালে একটি কলাবাগানে এ ঘটনাটি ঘটেছে। তার স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উথলী ইউনিয়নের সাবেক সদস্য আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জীবননগর থানা ওসি এনামুল হক জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি এই মাত্র শুনেছি। তবে হত্যাকাণ্ডের ঘটনাটি কোথায় ঘটেছে, এ ব্যাপারে আমার কিছু জানা নেই।

ঝিনাইদহ-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান জানান, জীবননগর হাসপাতালে একটি লাশ পাওয়া গেছে বলে শুনেছি। তবে তার লাশ কোথা থেকে উদ্ধার করা হয়েছে। সে সম্পর্কে আমার কিছু জানা নেই।

গ্রামবাসী জানিয়েছেন, উপজেলা সীমান্তের রাজাপুর গ্রামের মজিবর রজমান মন্দারের ছেলে কবির হোসেন মাদক চোরাচালানী। এর পাশাপাশি তিনি বিজিবির সোর্স হিসেবেও কাজ করতেন। বেশ কিছু দিন ধরে ভারতীয় মাদক ব্যবসায়ীদের মাদক বিজিবি দিয়ে ধরিয়ে দেওয়ার কারণে ভারতীয় মাদক ব্যবসায়ীরা তার ওপর নাখোশ ছিল। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভারতের অভ্যন্তরের একটি কলাবাগানে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও গলা কেটে ফেলে রাখে। পরে খবর পেয়ে তার স্বজনরা গুরুতর আহত কবিরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. হেলেনা আক্তার নিপা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় স্বজনরা তার লাশ তড়িঘড়ি করে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন বলেন জানা গেছে।

নিহনের ছোট ভাই আব্দুল সবুর জানান, তার ভাই বিজিবির সোর্স হিসেবে কাজ করতো। যে কারণে তার ওপর ভারতীয় মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত ছিল। একারণে কৌশলে তার ভাই কবিরকে ভারতীয় সীমান্তে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া