X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বন্ধন এক্সপ্রেসের টিকিট সংগ্রহকারীদের বেশিরভাগই রোগী

হেদায়েৎ হোসেন, খুলনা
১৩ নভেম্বর ২০১৭, ০৫:২৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ০৫:৩০

বন্ধন এক্সপ্রেস মায়ের চিকিৎসার জন্য মাঝে মধ্যে কলকাতায় যেতে হয় আবু হেলালকে। বেনাপোল হয়ে ভাঙা পথে যেতে খরচ কম লাগে ঠিকই। কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হয় তাদের। এজন্য ভাড়া একটু বেশি হওয়ার পরও ঝামেলামুক্ত যাত্রার জন্য খুলনা স্টেশন থেকে মৈত্রী ট্রেন বন্ধন এক্সপ্রেসের চারটি টিকিট কেটেছেন তিনি।

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য ভারতে যাবেন এমন অনেক যাত্রী আছেন। বন্ধন এক্সপ্রেসে যাওয়ার জন্য টিকিট কেটেছেন মূলত রোগী ও তাদের স্বজনরা। খুলনা রেল স্টেশনের প্রধান টিকিট বুকিং সহকারী (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দেখেছি, এ পর্যন্ত টিকিট সংগ্রহকারীদের অধিকাংশই রোগী। প্রত্যেকের সঙ্গে যাবেন আরও তিন-চার জন।’

খুলনা স্টেশন থেকে ট্রেনে কলকাতা যাওয়ার জন্য ক্রমে যাত্রীর সংখ্যা বাড়ছে। রবিবার (১২ নভেম্বর) ছিল বন্ধন এক্সপ্রেসের টিকিট বিক্রির চতুর্থ দিন। এদিন কেনাবেচা হয়েছে ৮০টি টিকিট। এর মধ্যে কেবিন ২৫টি ও চেয়ার ৫৫টি। এ নিয়ে চার দিনে বিক্রি হলো ১৯৪টি টিকিট।

খুলনা রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুলনা থেকে কলকাতায় যাওয়ার ট্রেন চালু হওয়ায় এ অঞ্চলের মানুষদের জন্য বেশ সুবিধা হবে। বিশেষ করে রোগীরা কোনও দুর্ভোগ ছাড়াই সরাসরি কলকাতায় পৌঁছাতে পারবেন। ফলে আগামীতে রোগীর সংখ্যা আরও বাড়বে মনে হচ্ছে।’

গত ৯ নভেম্বর শুভেচ্ছা যাত্রার মধ্য দিয়ে চালু হয় খুলনা-কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস। ওইদিন এতে ছিলেন কলকাতা থেকে আসা ১৮ সদস্যর প্রতিনিধি দল।

আগামী ১৬ নভেম্বর থেকে ট্রেনটিতে চড়ে যাত্রীরা কলকাতায় যেতে পারবেন। ওইদিন দুপুর ১২টায় খুলনা রেলস্টেশনে আসবে বন্ধন এক্সপ্রেস। এরপর দুপুর ১টা ২০ মিনিটে যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেবে মৈত্রী ট্রেনটি। প্রতি বৃহস্পতিবার নিয়মিত খুলনা-কলকাতা রুটে চলাচল করবে বন্ধন এক্সপ্রেস।

এদিকে খুলনা-কলকাতা মৈত্রী ট্রেনের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। তবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের জিএম মো. খায়রুল আলম বলেছেন, ‘আন্তর্জাতিক মান বিবেচনায় এ ভাড়ার মধ্যে সামগ্রিক দিক আছে। যাত্রীদের সব কার্যক্রম ট্রেনেই হবে। কোনও ধরনের ভোগান্তির সুযোগ নেই।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন