X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বৃহস্পতিবার থেকে সিভিল সার্জনের সাঁড়াশি অভিযান

মাসুদ আলম, কুমিল্লা
১৫ নভেম্বর ২০১৭, ১৮:৪৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৮:৪৫

কুমিল্লা কুমিল্লায় গত এক সপ্তাহে ১২টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এগুলো বন্ধ করা হয়। এদিকে লাইসেন্সবিহীন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠানগুলোকে দেওয়া সাত দিনের নির্দেশনা বুধবার শেষ হচ্ছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে সাঁড়াশি অভিযান নামছেন সিভিল সার্জন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত এক সপ্তাহে চান্দিনা উপজেলায় ৭টি, লাকসামে ২টি, দাউদকান্দিতে ২টি এবং কুমিল্লা সদর উপজেলায় ১টি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় শতাধিক অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক, এনজিও ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের  লাইসেন্স নেই। গত ৮ নভেম্বর ওই সব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে সিভিল সার্জন অফিস। বুধবার (১৫ নভেম্বর) নির্দেশনার সময় শেষ হচ্ছে। বৃহস্পতিবার থেকে ওই সব লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমান বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জেলায় লাইসেন্সবিহীন সব ধরনের চিকিৎসা সেবা প্রতিষ্ঠানকে সাত দিনের মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ওই সব লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া লাইসেন্স না থাকার অপরাধসহ নানা অনিয়মের দায়ে যেসব প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করা হয়েছে। সেগুলো এখনো বন্ধ রয়েছে।’

তিনি বলেন, ‘সিলগালা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদের লাইসেন্স নেই, তারা লাইসেন্স নিতে হবে। আর অনিয়মের দায়ে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ আবেদন করে সংশোধন ও সমাধান হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখবে।’

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, নানা অনিয়মের দায়ে গত মঙ্গলবার চান্দিনা উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে দিনভর অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। চান্দিনা সরকারি হাসপাতাল রোডে অবস্থিত মো. জসিম উদ্দিনের মালিকানাধীন পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মো. মেহেদী হাসান তালুকদার চেয়ারম্যানের মালিকানাধীন মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, আবদুর রশিদের মালিকানাধীন মুক্তি ডায়াগনস্টিক সেন্টার, আবদুল মবিন মাঝির মালিকানাধীন মাতৃ ডায়াগনস্টিক সেন্টার এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ সংলগ্ন চান্দিনা সেন্ট্রাল হাসপাতাল প্রাইভেট লি. এর ডায়াগনস্টিক বিভাগ বন্ধ করে দেওয়া হয়।

এর আগে ৯ নভেম্বর বৃহস্পতিবার বিনা লাইসেন্সে কার্যক্রম পরিচালনার অভিযোগে লাকসাম উপজেলা বিজরা বাজারে বেসরকারি হাসপাতাল এস এম সাফি ও বিজরা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। 

এছাড়া ৭ নভেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার এ্যাপোলো প্লাস হসপিটাল ও চান্দিনা উপজেলার চান্দিনা মেডিনোভা হসপিটাল নামে দুইটি বেসরকারি হাসপাতালসহ মোট ১২টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়।

আরও পড়তে পারেন: পরীক্ষাগারের ফ্রিজে মাছ-মাংস, পাঁচ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক