X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইনুর ৮০ পয়সা, ২০ পয়সার ধারণায় আমরা বিশ্বাসী নই: দিলীপ বড়ুয়া

রাজশাহী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ১৯:৩০আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৯:৩০

রাজশাহীতে দিলীপ বড়ুয়া (ছবি: প্রতিনিধি) জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ৮০ পয়সা ও ২০ পয়সার ধারণায় সাম্যবাদী দল বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দিলীপ বড়ুয়া। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এই মন্তব্য করেন।

রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের বাংলোয় আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ‘১৪ দল একটা অভিন্ন সত্তা। ২৩ দফার ভিত্তিতে এই সত্তাটি হচ্ছে অসম্প্রদায়িক, গণতান্ত্রিক, রাজনৈতিক ও জঙ্গিবাদ-সন্ত্রাসবাদবিরোধী সংগ্রামী সত্তা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে। সব প্রগতিশীল শক্তিকে এক হতে হবে। এখানে ৮০ পয়সা বা ২০ পয়সার প্রশ্ন নয়। এখানে রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন।’

১৪ দলে পাওয়া-না পাওয়া নিয়ে সমস্যা আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন, ‘এখানে সব দলের সব চাওয়া পূরণ হবে তার কোনও নিশ্চয়তা নেই। আমি তো মন্ত্রীও না, এমপিও না। আমার তো কিছু নেই। পাওয়ার জন্য তো আমি রাজনীতি করছি না। কাজেই না পাওয়ার বেদনা থেকে কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না।’

আগামী নির্বাচনে ১৪ দলের অবয়ব বাড়তে পারে উল্লেখ করে দিলীপ বড়ুয়া বলেন, ‘আমরা আগামী নির্বাচনে বাস্তবসম্মতভাবে চারটি আসন চাইবো। জামায়াত-বিএনপির সমালোচনা করে এই নেতা বলেন, রাজনৈতিভাবে জামায়াত দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত। এই বিএনপির নেতৃত্বে বাংলাদেশে জনগণের কল্যাণমুখী কোনও কাজ হওয়ার সম্ভাবনা তো নেই, মুক্তিযুদ্ধের চেতনাকেও সমুন্নত রাখার বাস্তব অবস্থাও নেই। এটা আমাদের মূল্যায়ণ।’

তিনি আরও বলেন, ‘আমাদের মনে হয়, আগামী নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশ নেবে। একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের অন্য কোনও পন্থা দেশে নেই। যদি দুর্ঘটনাবশত অন্য কোনও পন্থায় ক্ষমতা হস্তান্তর হয়, তা কোনও রাজনৈতিক দলের জন্য সুখকর হবে না।’

মতবিনিময় সভায় সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য লুৎফর রহমান, উপদেষ্টা বীরেন সাহা, ওমর ফারুক, রাজশাহী মহানগরের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মাসুদ রানা প্রমুখ উস্থিত ছিলেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা