X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন: মেনন

নাটোর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ২০:২৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২০:৩০

বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন (ছবি- প্রতিনিধি)

বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশ আবারও রক্তাক্ত জনপদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘আগামী বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন হবে। নির্বাচনে বিএনপি-জামায়াত যাতে জয়ী হতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

বুধবার (১৫ নভেম্বর) বিকালে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে কমরেড আব্দুস সালামের ২৫তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জেলা সভাপতি লোকমান হোসেন বাদল ও কৃষকনেতা ইব্রাহীম খলিল।

দেশের শান্তি, উন্নতি ও শৃঙ্খলা অব্যাহত রাখতে বর্তমান সরকারের শরিক দলগুলোর এক হয়ে কাজ করতে হবে বলে পরামর্শ দিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশ রসাতলে যাবে। দেশে জঙ্গিবাদের উত্থান ঘটবে।’

ক্ষমতায় থাকাকালীন বিএনপি-জামায়াত জোট দেশকে পিছিয়ে দিয়েছিল দাবি করে তিনি আরও বলেন, ‘ক্ষমতায় যেতে খালেদা জিয়া তার সুর পাল্টেছেন। জঙ্গিবাদের উত্থান ও নিরীহ মানুষ হত্যার জন্য তাকে এদেশের জনগণ কখনোই ক্ষমা করবে না।’

গত ২৫ বছরেও কমরেড আব্দুস সালামের হত্যার বিচার হয়নি জানিয়ে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার যাতে না হয়, সেজন্য বিএনপি সরকার ইনডেমনিটি বিল পাশ করেছিল। এমনকি, বঙ্গবন্ধুর খুনিদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের বিচার শুরু করে। মানবতাবিরোধী অপরাধীদেরও বিচার শুরু করে।’

কমরেড আব্দুস সালামের খুনিদের বিচার নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসছে। অথচ খালেদা জিয়া এখনও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার বিলম্বিত করতে একের পর এক সময় নিয়ে চলেছেন।’

এর আগে রাশেদ খান মেনন উত্তরা গণভবন পরিদর্শন করেন। এসময় উত্তরা গণভবনের সংরক্ষিত অঞ্চলগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। পাশাপাশি নাটোরকে পর্যটন নগরী করার প্রস্তাবনা পাঠাতে জেলা প্রশাসককে আহ্বান জানান। এসময় তার সঙ্গী ছিলেন, জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ও এনডিসি অনিন্দ্য কুমার মন্ডল।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!