X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় পিস্তল ও গোলাবারুদসহ আটক ৫ জেএমবি

নওগাঁ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ০৬:৫৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১১:১৩

নওগাঁ নওগাঁর আত্রাই উপজেলার নওদুলি গ্রামে অভিযান চালিয়ে জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর ) ভোর রাতে আত্রাই থানার সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি  আকরাম হোসেন জানান, নওদুলি গ্রামে নব্য জেএমবির বেশ কয়েকজন সদস্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও গ্রেনেড তৈরির  গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার মান্দা উপজেলার পারইল আশিরা গ্রামের মৃত লোকমান প্রামাণিকের ছেলে মোয়াজ্জম হেসেন বুলেট (৩০),  আত্রাই উপজেলার নওদুলি বাজারের মৃত হাফিজুর রহমান শেখের ছেলে আবদুল্লাহ (৪২), আত্রাই উপজেলার দাড়িয়াগাথি গ্রামের আহাম্মদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (২৫), রানীনগর উপজেলার বেতগাড়ী গ্রামের আয়াত আলী সরদারের ছেলে লুলু সরদার (৩০) এবং নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার জমাইনগর গ্রামের ইয়াহিয়ার ছেলে মাসুদ রানা (২৫)।

নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, জেলার আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকার আয়চান আলীর বাড়ীতে জেএমবি সদস্যরা গোপন মিটিং করছে। এমন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম সেখানে অভিযান চালায়। অভিযানে এই পাঁচ জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং গ্রেনেড বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে আত্রাই থানায় মামলা দায়ের হয়েছে।

 

 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!