X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গারা যতদিন থাকবে, ততদিন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ১৫:৪৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৫:৪৩

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব সময় প্রস্তুত রয়েছে সরকার। শুরু থেকে প্রধানমন্ত্রী এসব নির্যাতিত রোহিঙ্গাদের পাশে রয়েছে। রোহিঙ্গাদের পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন টিকা ও খাদ্যসামগ্রী নিশ্চিত করা হয়েছে।’

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ‘নিউট্রিশন অ্যাকশন সপ্তাহ’ কর্মসূচি পরিদর্শনের সময় এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক। এ সময় শিশুদের মাঝে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়।

রোহিঙ্গা শিশুদের অপুষ্টি ও স্বাস্থ্যহানি থেকে রক্ষা করতে রোহিঙ্গা ক্যাম্পে ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে নিউট্রিশন অ্যাকশন সপ্তাহ। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গার মধ্যে প্রায় ৫৯ ভাগই শিশু। এসব শিশুর মধ্যে ২৬ ভাগ অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে সাড়ে ৭ ভাগ মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী এসব শিশুদের বুধবার থেকে ভিটামিন-এ ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে। সপ্তাব্যাপী এই কার্যক্রম চলবে।

এ পর্যন্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে কোনও রোহিঙ্গা মৃত্যুবরণ করেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত রোহিঙ্গাদের সুস্থ করে তুলতেও নানা কার্যক্রম শুরু করেছে সরকার।’

যতদিন রোহিঙ্গারা বাংলাদেশে থাকবে, ততদিন সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক মহলকে ভূমিকা রাখতে হবে। অন্যথায় সরকারের পক্ষে রোহিঙ্গাদের এই ভার বেশিদিন বহন করা সম্ভব হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মুজিবুল হক, কক্সবাজার সিভিল সার্জন ডা. আব্দুস সালামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম