X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পলাতক থেকেও নিয়মিত হাজিরায় স্বাক্ষর হত্যা মামলার আসামি মাদ্রাসা শিক্ষকের!

ঝালকাঠি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ১০:২৩আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১০:২৩

ঝালকাঠি ঝালকাঠির রাজাপুরের নিজ গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র রাকিব হোসেন হত্যা মামলার প্রধান আসামি মাদ্রাসা শিক্ষক নুরুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকলেও হাজিরা খাতায় তার নিয়মিত স্বাক্ষর রয়েছে। এছাড়া ওই নামে নিয়মিত বেতনও তোলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এ কাজে সহযোগিতা করার অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার মাওলানা হারুনুর রশিদের বিরুদ্ধে। আসামির অনুপস্থিতিতে সুপার নিজেই নিয়মনীতির তোয়াক্কা না করে নিয়মিত হাজিরা টেনে নিচ্ছেন। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

হত্যা মামলার প্রধান আসামি মীর নুরুল ইসলাম জালাল শাহী ইসলামিয়া দাখিল মাদ্রাসার বাংলা সহকারী শিক্ষক।

এ ঘটনায় নিহত রাকিবের বাবা বাবুল হাওলাদার ইউএনও আফরোজা বেগম পারুলের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনও এর কোনও সুরাহা হয়নি।

রাকিবের বাবা বাবুল হাওলাদারের অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করার পর থেকেই এখন পর্যন্ত প্রধান হত্যাকারী নুরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অপরদিকে নুরুল মাদ্রাসায় না গিয়েও মাদ্রাসা সুপারের সহায়তায় নিয়মিত হাজিরা স্বাক্ষর দিয়ে বেতন উত্তোলন করছে।

তবে মাদ্রাসার সুপার মাওলানা হারুনুর রশিদ এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ঘটনার পর থেকে অক্টোবর মাসের ২৫ তারিখ পর্যন্ত পালিয়ে থাকার পর নুরুল মাদ্রাসায় উপস্থিত হন। পরদিন ২৬ তারিখ চার দিনের ছুটি নিয়ে সেই থেকে এখন পর্যন্ত তিনি অনুপস্থিত। পরে ম্যানেজিং কমিটির সঙ্গে আলাপ করে এক সপ্তাহের মধ্যে জবাব চেয়ে তাকে শোকজ করেছি কিন্তু তার কোনও জবাব পাওয়া যায়নি। আগামী রবিবার ম্যানেজিং কমিটির মিটিং ডেকে নুরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা ইয়াসমিন লিজা জানান, অভিযোগ পেয়ে তদন্তে গিয়ে তাকে না পেয়ে মাদ্রাসা সুপারকে নিয়ম অনুযায়ী পরপর তিনটি শোকজ করতে বলা হয়েছিল। জবাব না পেলে ওই শিক্ষকের বেতন কাটা হবে।
প্রসঙ্গত, এ বছরের ১৪ জুলাই ৪৬নং নিজ গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র শিশু রাকিব হাওলাদারকে হত্যা করা হয়। পরে রাকিবের বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে চার জনের নাম উল্লেখ ও তিন জনকে অজ্ঞাত করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী