X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাল্টা চাষে সুদিন ফিরলো ডোমারের আব্দুল্লাহর

তৈয়ব আলী সরকার, নীলফামারী
১৭ নভেম্বর ২০১৭, ১২:০৯আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১২:০৯

মাল্টা চাষে সুদিন ফিরেছে ডোমারের আব্দুল্লাহর সবুজ পাতায় পরিবেষ্টিত গুচ্ছ আকৃতির গাছে ধরেছে সবুজ মাল্টা। ফলের ভারে নুয়ে পড়েছে প্রতিটি গাছ। গাঢ় সবুজ রঙের মাল্টাগুলোর কোনও কোনোটিতে হলুদাভ ভাব এসেছে। ফলগুলোকে বেশ হৃষ্টপুষ্ট দেখাচ্ছে।
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের কাঠাঁলতলী গ্রামের এসএম আব্দুল্লাহর বাগানের চিত্র এটি। এই মাল্টা চাষ করে ও বেচে সুদিনের দেখা পেয়েছেন আব্দুল্লাহ।
আব্দুল্লাহ জানান, ১০ বছর আগে ৩ একর জমিতে পরীক্ষামূলকভাবে তিনি ৫০টি মাল্টার চারা রোপণ করেন। একবছরের মধ্যে সে গাছগুলোতে ফল ধরে। তাই দেখে বাণিজ্যিকভাবে মাল্টা চাষের চিন্তা-ভাবনা শুরু করেন তিনি।
তিনি জানান, মৌসুমে প্রতিটি মাল্টা গাছে প্রায় দুই মণ করে মাল্টা ধরে। তার বাগানের সুনাম রয়েছে এলাকায়। অন্যান্য মাল্টার চেয়ে তার বাগানের মাল্টা খেতে সুস্বাদু। তাই স্থানীয় বাজারে এর চাহিদাও প্রচুর।
তিনি আরও জানান, তার বাগানে বারি-১, নাগপুরী, দার্জিলিং ও পাকিস্তানি জাতের মাল্টা চাষ হয়। প্রতি কেজি মাল্টা খুচরা ও পাইকারি বাজারে ৮০ টাকা দরে বিক্রি করেন তিনি। এতে ওই বাগান থেকে তার আয় হয় প্রায় তিন লাখ ২০ হাজার টাকা।
মাল্টা চাষে সুদিন ফিরলো ডোমারের আব্দুল্লাহর তিনি জানান, স্থানীয় বাজার ছাড়া পঞ্চগড়, দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ বিভিন্ন জেলার খুচরা ও পাইকারি ফল ব্যবসায়ীরা তার বাগান থেকে মাল্টা নিয়ে যান।
আব্দুল্লাহ জানান, মাল্টা বাগান তৈরির পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মাল্টা বিক্রির আয়ের টাকা দিয়ে ২০০৭ সালে পঞ্চনীল নার্সারি নামে একটি বাগান তৈরি করেন তিনি। এরপর সেখানে মাল্টার পাশাপাশি লিচু, আম, নারকেল, বেল, মিষ্টি কামরাঙা, ব্লাক লিলি, বেগুনি গোলাপের চাষ শুরু করেন।
তিনি জানান, গত বছর তিনি বিভিন্ন জাতের সাতশ’ মাল্টার চারা রোপণ করেন। বর্তমানে ১৫ একর জমিতে মাল্টা চাষের প্রজেক্টে তিনি হাত দিয়েছেন।
আব্দুল্লাহর দাবি, তিনি বাগানে কোনও কীটনাশক ব্যবহার করেন না। এর পরিবর্তে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভেষজ ওষুধ দিয়ে মাল্টার জন্য ক্ষতিকর পোকামাকড় নিধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জাফর ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আব্দুল্লাহকে নানাভাবে উৎসাহ দিয়ে থাকি। ডোমারের মাটি উর্বর, এখানে মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।’ এলাকায় মাল্টা চাষ বৃদ্ধি পেলে দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশে রফতানি করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. কেরামত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডোমারের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাল্টা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছি আমরা।’ আগামীতে ওই এলাকায় বাণিজ্যিকভাবে মাল্টা চাষ আরও বৃদ্ধি পাবে বলে তিনিও আশা প্রকাশ করেন।

/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন