X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাবিতে হলের সামনে থেকে ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ১৩:২৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৩:২৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তাপসী রাবেয়া হলের সামনে থেকে উম্মে শাহী আম্মানা শোভা নামের এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, ওই ছাত্রীর সাবেক স্বামী তাকে অপহরণ করেছে।
শোভা বাংলা স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী। শুক্রবার তিনি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে হল থেকে বের হন। শোভা নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকার আমজাদ হোসেনের মেয়ে। তার সাবেক স্বামী সোহেল রানা পেশায় আইনজীবী। সোহেলের বাড়ি জেলার আরেক উপজেলা পত্নীতলার নজিপুরে। গত বছরের ডিসেম্বরে তাদের বিয়ে হয়। দুই মাস আগে ডিভোর্স হয়ে যায়।
ঘটনার বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লুৎফর রহমান বলেন, ‘গত ডিসেম্বরে তারা বিয়ে করে। এর মধ্যে তাদের ডিভোর্স হয়েছে। তবে সোহেল চাচ্ছে ডিভোর্স যাতে না হয়। সেজন্য আজ সকালে মাইক্রোবাস নিয়ে আসে সোহেল। সকালে বান্ধবীসহ পরীক্ষা দিতে যাচ্ছিল শোভা। এ সময় পথে তার সঙ্গে সোহেল কথা বলার চেষ্টা করে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জোর করে শোভাকে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমি পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র‌্যাবকে জানিয়েছি। মেয়ের বাবা এসেছে। মামলার বিষয়টি তিনিই দেখবেন।’
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জানিয়েছেন বিষয়টি। তার স্বামীই নাকি নিয়ে গেছে। প্রাথমিকভাবে আমাদের বলা হয়েছে তাদের খোঁজাখুঁজি করতে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা