X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাবিতে ছাত্রী অপহরণের ঘটনায় মামলা

রাবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ২০:৪৯আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ২০:৫৮

উপাচার্য কার্যালয় ঘেরাও (ছবি- প্রতিনিধি)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রী অপহরণের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মতিহার থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মেহেদী হাসান জানান, ওই ছাত্রীর সাবেক স্বামী সোহেল রানাসহ কয়েকজনের নাম উল্লেখ করে এ মামলা হয়েছে।

এদিকে, অপহৃত ছাত্রীকে উদ্ধারের দাবিতে বিকাল ৪টা থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন রাবি শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার দিকে রাতের জন্য এ কর্মসূচি স্থগিত করেন তারা। একইসঙ্গে শনিবার (১৮ নভেম্বর) সকাল দশটা থেকে ফের উপাচার্যের বাসভবন ঘেরাও করবেন বলে ঘোষণা দেন তারা।

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল নয়টার দিকে পরীক্ষা দেওয়ার উদ্দেশে তাপসী রাবেয়া হল থেকে বের হন ওই ছাত্রী। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, হল থেকে বের হওয়ার পর ৩-৪ জন ব্যক্তি তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে অজ্ঞাত ব্যক্তিরা জোর করে ওই ছাত্রীকে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ঘটনার শিকার ছাত্রীর সহপাঠীদের দাবি, অপহরণকারীদের মধ্যে সোহেল রানাও রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওই ছাত্রীর এক সহপাঠী বলেন, ‘তারা জোর করে আমার বান্ধবীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। এসময় আমার বান্ধবী চিৎকার করছিল, আমাকে বাঁচাও। হলের সামনে থাকা কয়েকজন রিকশাচালক এগিয়ে আসলেও তারা ওই মাইক্রোবাস আটকাকে পারেনি। তার আগেই মাইক্রোবাস সেখান থেকে চলে যায়।’

পরে বিকাল ৪টার দিকে ওই ছাত্রীকে উদ্ধারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এতে বামপন্থী সংগঠনগুলো ও ক্ষমতাসীন দলের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগও সংহতি জানায়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান বাসভবন থেকে বেরিয়ে আসেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের আন্দোলন স্থগিত করতে বলেন।

উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান শিক্ষার্থীদের বলেন, ‘এটা তাদের স্বামী-স্ত্রীর ব্যাপার। স্বামী তার স্ত্রীকে নিয়ে গেছে। অন্যায় হলে সেটা আইন দেখবে। স্বামী-স্ত্রীর মধ্যে তালাক হয়েছে। কিন্তু আইনত সেটা কার্যকর হতে তিন মাস সময় লাগবে। আমি জানতে পেরেছি, তালাক হওয়ার পরও তার স্বামী ক্যাম্পাসে এসে তার সঙ্গে দেখা করতো। এছাড়া পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

অবস্থানরত শিক্ষার্থীদের অভিযোগ, ‘আমরা সবাই প্রাপ্তবয়স্ক। ইচ্ছার বাহিরে কেউ জোর করে আমাদের ক্যাম্পাস থেকে তুলে নিতে পারে না। অথচ সাবেক স্বামী ওই ছাত্রীকে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে গেছে। অপহরণের ১০ ঘণ্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রশাসন তার সন্ধান জানাতে পারেনি।’

আন্দোলনের এক পর্যায়ে ওই ছাত্রীর বাবা ও চাচা ঘটনাস্থলে আসেন। তারা উপাচার্যের সঙ্গে কথা বলতে তার বাসভবনে প্রবেশ করেন। উপাচার্যের সঙ্গে প্রায় আধ-ঘণ্টা কথা বলে বেরিয়ে এসে প্রশাসনের পদক্ষেপের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে ওই ছাত্রীর বাবা শিক্ষার্থীদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে জানিয়েছে, তারা সব জায়গায় খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আমি এখনও জানি না, আমার মেয়ে কোন জায়গায়, কী অবস্থায় আছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘এখনও ওই ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। তবে খুঁজে বের করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’

প্রসঙ্গত, আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে থেকে মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা