X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কনস্টেবলকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা, গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ২১:৫০আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ২২:০১

বগুড়া

এক পুলিশ কনস্টেবলকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে বগুড়া পৌরসভার কাউন্সিলর ও জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেনসহ তিন জনের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর পুলিশ কনস্টেবল শিলু মিয়া সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পরই পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন, বগুড়া শহরের পালপাড়ার মো. বাধন (১৯), রেলওয়ে কলোনির মোমিনুল ইসলাম বারী (৩৫) ও মোহাম্মদ জনি (৩৫)।

বাদী শিলু মিয়া বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসিন্দা। তিনি পুলিশ হেড কোয়ার্টারের গোপনীয় শাখায় কর্মরত আছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ঢাকায় কর্মস্থলে যাবার জন্য ১১ নভেম্বর শিলু মিয়া বগুড়া রেলওয়ে স্টেশনে যান। ট্রেন আসতে দেরি হবে, রেলওয়ে কর্তৃপক্ষের এমন ঘোষণায় তিনি (শিলু) তার এক বন্ধুর সঙ্গে শহরের সেউজগাড়ির পালপাড়ায় একটি বাসায় যান। ওই বাসায় উপস্থিত হয়ে ইব্রাহিম হোসেনসহ কয়েকজন শিলু ও তার বন্ধুর বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ তোলেন। তখন শিলু মিয়া নিজেকে পুলিশের সদস্য বলে পরিচয় দেন। এরপরও তাকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন ইব্রাহিম হোসেন ও তার সহযোগীরা।

এ ব্যাপারে মন্তব্য নেওয়ার জন্য কাউন্সিলর ও জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেনের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা রিসিভড করেননি। তবে তার স্বজনদের দাবি, ইব্রাহিম হোসেনকে ষড়যন্ত্র করে মিথ্য মামলায় ফাঁসানো হয়েছে।

ওসি এমদাদ হোসেন জানান, মামলার বাকি ছয় আসামিকে ধরতে অভিযান চলছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা