X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচনে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন আ.লীগ প্রার্থী ঝন্টু

রংপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ২৩:৪৩আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ২৩:৫৯

নৌকা প্রতীক সম্বলিত ফুলের তোড়া উপহার দেওয়া হচ্ছে ঝন্টুকে (ছবি- প্রতিনিধি)

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নিজ দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বেতপট্টি এলাকায় দলের কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সহযোগিতা চান তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সন্ধ্যার পর দলের কার্যালয়ে জরুরি সভা চলছিল। এসময় সেখানে এসে উপস্থিত হন মেয়র প্রার্থী ঝন্টু। পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘রসিক নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। এখন আপনাদের সবার কাছে আমার আবেদন, আসুন, সবাই নৌকার জন্য কাজ করি। আপনারা সবাই আমার সঙ্গে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রসিক মেয়র পদটি উপহার দিতে পারবো।’

ঝন্টুর বক্তব্য শেষ হওয়ার পর পরই উপস্থিত নেতাকর্মীরা তার পক্ষে কাজ করার আশ্বাস দেন। পরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ঝন্টুকে নৌকা প্রতীক সম্বলিত ফুলের তোড়া উপহার দেওয়া হয়।

এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দিলশাদ হোসেন জানান, ঝন্টু তাদের সহযোগিতা চেয়েছেন। তারাও তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা মেয়র পদে ঝন্টুকে মনোনয়ন দিয়েছেন। আমরা নৌকার পক্ষে কাজ করবো।’

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলও একই কথা জানান। তিনি বলেন, ‘মহানগর আওয়ামী লীগের সব নেতাকর্মীকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

ঝন্টুর সহযোগিতা চাওয়ার ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা জানান, কিভাবে ও কোন ধরনের সহযোগিতা চান ঝন্টু, এটা তাকেই ঠিক করতে হবে। রসিকের ৩৩টি ওয়ার্ড রয়েছে। সিটির আয়তন প্রায় ২শ’ ৫ বর্গ কিলোমিটার। এই বিশাল এলাকার সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা পেতে হলে ঝন্টুকে যোগাযোগ বাড়াতে হবে। কিন্তু ঝন্টু যদি যোগাযোগ না করেন, তবে তিনি সবার সহযোগিতা পাবেন বলে মনে করেন না তারা (মহানগর আওয়ামী লীগের নেতারা)।

এদিকে, রসিক নির্বাচন উপলক্ষে শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জরুরি সভা ডেকেছে জেলা আওয়ামী লীগ। জেলা সভাপতি মমতাজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা