X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাবিতে ছাত্রী অপহরণ: ছাত্রীদের কর্মসূচিতে বাধার অভিযোগ

রাবি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ১১:৩১আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১১:৫৫

তাপসী রাবেয়া হলের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে থেকে এক ছাত্রীকে অপহরণের ঘটনায় আন্দোলনে নেমেছেন হলের ছাত্রী। দ্রুত ওই ছাত্রীর সন্ধান ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে এই আন্দোলন করছেন তারা। তবে শনিবার সকাল ১০টায় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে ছাত্রীদের হল গেটে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে হলের গেটে জড়ো হলে ছাত্রীদের বের হতে দেওয়া হয়।

শুক্রবার সকালে তাপসী রাবেয়া হলের সামনে থেকে উম্মে শাহী আম্মানা শোভা নামের এক ছাত্রীকে তার সাবেক স্বামী অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। শোভা বাংলা স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী। শুক্রবার তিনি পরীক্ষা দেওয়ার জন্য হল থেকে বের হন। তার সন্ধান দাবিতে শুক্রবারই আন্দোলনে নামের তাপসী রাবেয়া হলের শিক্ষার্থীরা। ওই ছাত্রীকে উদ্ধারের দাবিতে বিকাল ৪টা থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন রাবি শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার দিকে রাতের জন্য এ কর্মসূচি স্থগিত করেন তারা। একইসঙ্গে শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় মানববন্ধন ও ফের উপাচার্যের বাসভবন ঘেরাও করবেন বলে ঘোষণা দেন। অপহৃত ছাত্রীর সন্ধান দাবিতে আন্দোলনে রাবি শিক্ষার্থীরা

এদিকে শনিবার (১৮ নভেম্বর) সকালে রাবির প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান তাপসী রাবেয়া হলে গিয়ে ছাত্রীদের বলেন, শোভার খোঁজ পাওয়া গেছে এবং পুলিশ শিগগিরই তাকে উদ্ধার করবে। তবে ছাত্রীদের অভিযোগ, আন্দোলন দমানোর জন্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কথা বলছে।

অপহৃত ছাত্রীর সন্ধান দাবিতে রাবি ছাত্রীদের আন্দোলন (ছবি: প্রতিনিধি)

শোভা নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকার আমজাদ হোসেনের মেয়ে। তার সাবেক স্বামী সোহেল রানা পেশায় আইনজীবী। সোহেলের বাড়ি জেলার আরেক উপজেলা পত্নীতলার নজিপুরে। গত বছরের ডিসেম্বরে তাদের বিয়ে হয়। দুই মাস আগে ডিভোর্স হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লুৎফর রহমান জানান, গত ডিসেম্বরে তারা বিয়ে করে। এর মধ্যে তাদের ডিভোর্স হয়েছে। তবে সোহেল চাচ্ছে ডিভোর্স যাতে  না হয়। সেজন্য শুক্রবার সকালে মাইক্রোবাস নিয়ে আসে সোহেল। সকালে বান্ধবীসহ পরীক্ষা দিতে যাচ্ছিল শোভা। এ সময় পথে তার সঙ্গে সোহেল কথা বলার চেষ্টা করে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জোর করে শোভাকে গাড়িতে তুলে নিয়ে যায়।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মতিহার থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ সোহেল রানার বাবা জয়নাল আবেদীনকে আটক করে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া