X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ১৭:০০আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৭:০০

ব্রাহ্মণবাড়িয়া

পাওনা টাকা আদায়ের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আবদুর রউফ (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার নাটঘর উত্তরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, নাটঘর গ্রামের মোমিন মিয়াকে বিদেশ নেওয়ার কথা বলে তার কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছিল একই এলাকার মোলাম খাঁ। দীর্ঘদিন ধরে বিদেশ নিতে না পারায় মোমিন মিয়া তার টাকা ফেরত চান। টাকা ফেরত দিতে মোলাম খাঁ বাহানা শুরু করলে উভয় পক্ষ গ্রাম্য সালিশ ডাকে। সালিশ চলাকালে হঠাৎ করে নাটঘর উত্তর পাড়ার আবদুল হানিফের গোষ্ঠীর লোকজনের সঙ্গে একই গ্রামের জুনুর মিয়া গোষ্ঠীর লোকজনের কথা কাটাকাটি হয়। 

পরে সেখানে উপস্থিত লোকজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন আবদুর রউফ। পরে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান তিনি। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের খবর পেয়ে নবীনগর থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলেও জানিয়েছেন তারা।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজির আহমেদ বলেন, ‘এখন এলাকার পরিবেশ শান্ত আছে। আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 




 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি