X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ১৭:১৪আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৭:২২

নিহত মিজানুর রহমান মিজান (ছবি- প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান (৩২) মারা গেছেন। শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। রূপগঞ্জ থানার ভোলাব তদন্ত-কেন্দ্রের উপ-পরিদর্শক ছাব্বির আহমেদ এসব তথ্য জানান।

ছাব্বির আহমেদ বলেন, ‘মিজানুর রহমান মিজানের মৃত্যুর খবরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।’

নিহত মিজানুর রহমান মিজান কাঞ্চর পৌরসভার কৃষ্ণনগর এলাকার শহীদুল্যাহ মিয়ার ছেলে ও কাঞ্চন পৌরসভার ৬নং ওয়ার্ড যুকলীগের সাধারণ সম্পাদক।

নিহতের পরিবারের বরাতে ছাব্বির আহমেদ জানান, ১৩ নভেম্বর সকাল ১১টার দিকে কাঞ্চন উত্তরপাড়া আফরের টেক এলাকার ব্যাডমিন্টন খেলার মাঠে পাতা শুকাতে দেওয়া নিয়ে ওই এলাকার আব্দুর রহিমের স্ত্রী সুমি আক্তারের সঙ্গে কথা কাটাকাটি হয় মিজানুর রহমানের ছোট ভাই মঞ্জুর হোসেনসহ কয়েকজনের। এর জেরে মিজানুর রহমান মিজানের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন সুমির ভাসুর সিরাজ মিয়া, জাহিদুল, রহিম, সুজনসহ কয়েকজন। এতে মারাত্মক আহত হন মিজানুর রহমান মিজান। প্রথমে তাকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখান থেকে তাকে আবার অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ (শনিবার) সকাল ৯টায় তিনি মারা যান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। অপরাধীদের আটকের চেষ্টাও চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী