X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামে একজনের একমাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ নভেম্বর ২০১৭, ২৩:৫৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ২৩:৫৯

চট্টগ্রাম

পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আলিম (৩৫) নামে এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাব-৭ এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মাছ ও মুরগির খাবার তৈরির জন্য মজুদকৃত বিভিন্ন প্রজাতির ৭০ টন সামদ্রিক মাছের বিষাক্ত শুটকি জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়ভাবে আলম মাঝি নামে পরিচিত আব্দুল আলিম কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার মৃত কালু মিয়ার ছেলে। তিনি নগরীর কর্ণফুলী খানাধীন মইজ্জারটেক এলাকার মেম্বার কলোনিতে থাকেন।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কতিপয় অসাধু ব্যবসায়ী পরিবেশ দূষণ করে বিভিন্ন বিষাক্ত সামদ্রিক মাছের উচ্ছিষ্ট দিয়ে নোংরা পরিবেশে অবৈধভাবে মাছ ও মুরগির খাবার তৈরি করছে। এ সংবাদ পেয়ে আজ (শনিবার) দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ আলীর সহায়তায় নগরীর বাকলিয়া থানাধীন কর্ণফুলী নদীর উত্তর পাড় সংলগ্ন নতুন ব্রিজের পূর্ব-পার্শ্বে নদীর তীরবর্তী প্যাসিফিক মেরিন নামক পরিত্যক্ত ইট ভাটা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে পরিবেশ দূষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক আব্দুল আলিমকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় মাছ ও মুরগির খাবার তৈরির জন্য মজুদ করা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ৭০ টন সামদ্রিক মাছের বিষাক্ত শুটকি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।'

তিনি আরও বলেন, ‘জব্দকৃত মালামাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং দণ্ডপ্রাপ্ত আসামিকে চট্টগ্রাম জেলা কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা