X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাবিতে ছাত্রী অপহরণ: স্বামীসহ দুই জনের রিমান্ড মঞ্জুর

রাবি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ১৮:১৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৮:১৭

অপহৃত রাবি ছাত্রীর সাবেক স্বামী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ছাত্রীকে অপহরণের ঘটনায় সাবেক স্বামীসহ দুই জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রবিবার বিকালে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক মাহবুবুর রহমান শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী মহানগর সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইফতে খায়ের আলম জানান, রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ইসমাইল হোসেন গ্রেফতারকৃত ওই ছাত্রীর সাবেক স্বামী সোহেল রানা, সোহেল রানার বাবা জয়নাল আবেদীন ও গাড়ি চালক জাহিদুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সোহেল রানা ও জাহিদুল ইসলামের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং জয়নাল আবেদীনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে তাপসী রাবেয়া আবাসিক হল থেকে বের হয়েছিলেন ওই ছাত্রী। এ সময় তার সাবেক স্বামী সোহেল রানাসহ কয়েকজন জোরপূর্বক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ওই ছাত্রীর সন্ধান চেয়ে বিকাল ৪টা থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ওইদিন সন্ধ্যায় মতিহার থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বামী সোহেল রানাসহ ৫ জনকে আসামি করা হয়। পরে রাতে ওই ছাত্রীর শ্বশুর জয়নাল আবেদীনকে নওগাঁ পত্মীতলা থেকে আটক করা হয়।

পরদিন শনিবার দুপুরে ওই ছাত্রীকে তার সাবেক স্বামীসহ ঢাকার একটি কাজী অফিস থেকে উদ্ধার করা হয়। ওইদিন রাতেই তাদের রাজশাহী আনা হয়।

পুলিশ কমিশনার জানান, এক বছর আগে তাদের বিয়ে হয়। কিছুদিন আগে ‍ওই ছাত্রী তার স্বামীকে ডিভোর্স দেন। ডিভোর্স অফিসিয়ালি কার্যকর হতে তিন মাস সময় লাগবে বলে তিনি বিচ্ছেদ ঠেকাতে স্ত্রীকে শুক্রবার ক্যাম্পাস থেকে জোরপূর্বক তুলে নিয়ে যান।

আরও পড়ুন: বিচ্ছেদ ঠেকাতে রাবি ছাত্রীকে অপহরণ, স্বামীসহ গ্রেফতার ৩ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়