X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

স্বর্ণ চোরাচালান মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ নভেম্বর ২০১৭, ১৮:১৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৮:২৫

কারাদণ্ড স্বর্ণ চোরাচালান মামলায় চট্টগ্রামে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. শাহে নূর এ রায় দেন। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসে কারাদণ্ড দিয়েছেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য জানান। দণ্ডিত আব্দুল করিম কারাগারে রয়েছেন বলে তিনি জানান।
মো. ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দিয়েছেন। রায়ে আসামিকে ৫ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়।’
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১২ অক্টোবর দুবাই থেকে আসা ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ফটিকছড়ি উপজেলায় বাড়িতে যাওয়ার পথে নগরীর পতেঙ্গা থানার কয়লার ডিপো এলাকায় তাদের প্রাইভেট কারে তল্লাশি চালায় পুলিশ। এসময় আসামি আব্দুল করিমের দুটি জুতায় ১৫টি স্বর্ণের বার পায় পুলিশ। এ ঘটনায় কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির এএসআই ফরিদ আহমেদ বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১২ সালের ১০ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৬ সালের ১৩ এপ্রিল ওই মামলায় আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চার্জ গঠন করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা