X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী: প্রথম দিন খুলনায় অনুপস্থিত ১২১৭

খুলনা প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ০১:০০আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ০১:৪৭

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী পরীক্ষা (ফাইল ছবি)

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন খুলনায় ১২১৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার (১৯ নভেম্বর) ইংরেজি বিষয়ের পরীক্ষা হয়। এবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় খুলনা থেকে ৪০ হাজার ১৮৮ জন শিক্ষার্থী নিবন্ধন করে।

সূত্র জানায়, অনুপস্থিত ১২১৭ জন শিক্ষার্থীর মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) ৭৮৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪২৬ জন ছাত্র এবং ৩৬২ জন ছাত্রী। এবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪২৯ জন। এর মধ্যে ২৫৭ জন ছেলে এবং ১৭২ জন মেয়ে। এবার পিইসিতে পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৭৯৩ জন এবং ইবতেদায়িতে তিন হাজার ৩৯৫ জন।

সূত্র আরও জানায়, সদর থানার কেন্দ্রগুলোতে অনুপস্থিতির সংখ্যা গড়ে ৪৭ জন। এর মধ্যে পিইসিতে ৩৪০ জন এবং এবতেদায়িতে ৬৭ জন, যা মোট অনুপস্থিতির তিন ভাগের একভাগ।

খালিরপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. আমানুল্লাহ শেখ জানান, তার কেন্দ্রে ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তার ধারণা, অনুপস্থিত পরীক্ষার্থীরা খুলনা শহর ছেড়ে গ্রামে চলে গেছে, যার কারণে পরীক্ষায় অংশ নেয়নি।

খুলনা সদর থানার শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, ‘সদর এলাকার পরীক্ষার্থীরা খুব একটা সচেতন নয়। তাই অনুপস্থিতির এমন অবস্থা।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার বলেন, ‘অনুপস্থিতির সংখ্যা এতো বেশি কেন, তা বলতে পারছি না। তবে অন্যান্য বছরের মতো এবারও সদর থানায় অনুপস্থিতিটা বেশি।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া