X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাগদাদে অপহৃত ফেনীর হালিমের পরিবারে চলছে শোকের মাতম

ফেনী প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ১৪:০২আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৪:০২

অপহৃত হালিমের পরিবার ইরাকের বাগদাদে অপহৃত ফেনীর ছাগলনাইয়ার যুবক হালিমের (৩২) পরিবারে শোকের মাতম চলছে। গত ২ নভেম্বর তাকে ভালো চাকরির কথা বলে বাগদাদ শহর থেকে কয়েকজন বাংলাদেশি অপহরণ করে নিয়ে যায়।

সোমাবার সকালে উপজেলার পাঠাননগর ইউপির হরিপুর গ্রামে গিয়ে দেখা যায়, আবদুল হালিমের বাবা নুর আহাম্মদ (৭৫), মা হোসনে আরা বেগম (৬২), ৪ বছরের একমাএ সন্তান ওমর ফারুক ও স্ত্রী শিরিনা আক্তারসহ স্বজনরা হালিমের শোকে কান্নাকাটি করছেন।

হালিমের বাবা নুর আহাম্মদ জানান, গত ২ নভেম্বর ৫০০ ডলার বেতনের চাকরি দেওয়ার কথা বলে ইরাকের বাগদাদ শহর থেকে হালিম ও টাঙ্গাইলের কালিহাতি উপজেলার গুনিপাড়া গ্রামের মমিনুলকে (২২) অপহরণ করে নিয়ে যায় কয়েকজন বাংলাদেশি। অপহরণের পর তাদেরকে নির্যাতন করার ছবি তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। পরে অপহরণকারীরা ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে তার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা।

তিনি আরও জানান, হালিমের মামাতো ভাই ওবায়দুন নুর ১২ নভেম্বর দাবিকৃত টাকা নিয়ে তাদের দেওয়া তথ্য মতে ব্রাক্ষণবাড়ীয়া যান। সেখানে সদর থানা পুলিশের সহযোগিতায় বিজয়নগর একটি নদীর পাড়ের নির্জন এলাকা থেকে টাইগার সুমন নামে একজনকে আটক করা হয়। পুলিশ সুমনের ওপর চাপ সৃষ্টি করলে এই ঘটনায় আটক অপর যুবক মমিনুলকে অপহরণকারীরা ছেড়ে দেয়।

হালিমের মামাতো ভাই ওবায়দুন নুর জানান, মমিনুল তার বাবার সঙ্গে মোবাইলে কথা বলে জানিয়েছেন অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু হালিমকে ৪-৫ দিন আগে হত্যা করা হয়েছে।

ব্রাক্ষণবাড়ীয়া সদর থানার পরিদর্শক মো. নবীর হোসেন জানান, হালিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে হালিমকে হত্যা করা হয়েছে না জীবিত আছে এ ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না