X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রংপুরে তাণ্ডবের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি মির্জা ফখরুলের

রংপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ১৫:৪৬আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৫:৫৯

রংপুরে পাগলাপীর ঠাকুরপাড়া গ্রাম পরিদর্শনকালে মির্জা ফখরুল (ছবি- ফোকাস বাংলা)

কিছু দুর্বৃত্ত দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য রংপুরে এ হামলার ঘটনা ঘটিয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রংপুরের ঠাকুরপাড়ায় যে তাণ্ডব চালানো হয়েছে, আমরা সেই তাণ্ডবের নিন্দা জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করছি।’ সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন ।

মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সরকারি দল আওয়ামী লীগ আমাদের দোষারোপ করে। আমি তাদের বিগত দিনগুলোর দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করবো। কোন সরকারের আমলে হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সবচেয়ে বেশি হামলা হয়েছে? তা দেখলে সবাই বলবে আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগের সময়ই হিন্দু সম্প্রদায়ের ওপর সবচেয়ে বেশি হামলা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি দুঃখ পেয়েছি রবিবার যখন টেলিভিশন খুলে দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঠাকুপাড়ায় এসে বলেছেন, গতকাল আমি নাকি ভয়ে আসিনি। রাজনৈতিক শিষ্টাচার মেনেই আমি রবিবার আসিনি। কারণ রবিবার অন্য একটি দলের কর্মসূচি ছিল। তিনি এসব কথা বলে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছেন। এ ঘটনায় রাজনৈতিক ফায়দা না নিয়ে সব রাজনৈতিক দলের এক হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

ঠাকুরপাড়ার লোকজনদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা ভয় পাবেন না। বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে। আসন্ন রসিক নির্বাচনে বিএনপি অংশ নেবে। আমরা সময় মতো আমাদের দলের প্রার্থীর নাম ঘোষণা করবো।’

এর আগে তিনি ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। পরে গাড়িতে করে ঠাকুরপাড়া গ্রামে আসেন। টিটু রায়ের বাড়িতে গিয়ে তার মা ও ভাইসহ স্বজনদের সঙ্গে কথা বলেন। এরপর ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর ও মন্দির পরিদর্শন করেন এবং পরিবারগুলোকে নগদ অর্থ ও কাপড় দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইছ আহম্মেদসহ অন্য নেতা কর্মীরা।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক


 

/এসএসএ/ জেবি
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া